আমি সহজ সরল মানুষ তাই সরলতাকে ভালোবাসি। হুমায়ুন আহমেদকে দেখে টাশকি খেলাম। একি দশা এই প্রিয় লেখকের!! ফেসবুকের কল্যাণে এর আগেও লেখক হুমায়ুন আহমেদের আমেরিকায় কেমোথেরাপির পরের ছবি দেখেছি। কিন্তু আজ এই ছবি দেখে যারপর নাই বিষ্মিত হলাম!! হায়! একি হয়েছে দেখতে এই চমৎকার সদা রসিক মানুষটির!! চুল পুরোই সাদা হয়ে কী বৃদ্ধই না দেখাছ্ছে।প্রসঙ্গতঃ এই কঠিন দিনগুলিতে শাওনের সাপোর্ট ও সেবায় আমি মুগ্ধ। একটা সময় এই মেয়ের প্রতি সংগত কারণেই বড্ডো বিরক্তি ছিল। কিন্তু লেখকের প্রতি তার এই প্রেম ভালোবাসা প্রশংসার দাবি রাখে।যাইহোকঃ দুআ করি দেশের এই কিংবদন্তি লেখক সুস্হ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।