বাংলাদেশ ভালোবাসি
লেখক
লেখিলেখি সবাই করে। সবাই লেখক হতে চায়। একটা প্রবাদ আছে, আমাদের দেশে কাক আর কবি অভাব নাই। তাহলে কি লেখিলেখি খরাপ কিছু!!! না লেখালেখি করার অভ্যাস খারাপ কিছু না। বড় কিছু না হওয়া গেলেও একজন সৃজনশীল মানুষ হিসাবে নিজেকে তৈরী করা যায় লেখার মাঝে।
নিজের বিবেক টা তৈরী হয়। আমরা আর কতদিনই বা বাঁচব? কিছু জানার জন্য আবার কিছু জানানোর জন্য আমরা শুরু করছি লেখক ডট কম (http://www.lekhok.com) । যা ছবিঘর থেকে নিয়ন্ত্রন করা হচ্ছে। লেখক কে একটি ব্লগ বললে ভুল হবে। এটি একটি অন-লাইন দেয়ালিকা, যেখানে সবাই লেখতে পারবে।
তবে লেখক সৃজনশীল লেখায় বিশ্বাসি। লেখক অপ্রয়জনীয় এবং ফালতু লেখা মুক্ত হবার আশা রাখে। যেখানে কবিতা, গল্প, প্রবন্ধ প্রাধন্য পাবে।
আশা রাখি লেখক আপনাদের প্রয়জনীয়তা অনুযায়ি তৈরী হবে, আপনাদের জন্য। আমরা সস্তা জনপ্রিয়তা চাই না, চাই ভাল কিছু লেখা আসুক।
কম লেখা বা ভিজিটর কম হোক, লেখক যেন লেখকের মত হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।