ভালো আছি এ কেমন দেশ রে বাবা ! একটু হেরফের হলেই ‘বাসায় মা-বোন নাই’ বলেই তেতে ওঠে । মনে হয় যেন, ওরা বাপ ছাড়াই দুনিয়াতে এসেছে । আর ভাইয়েরও দরকার নাই । ধুম করে জুতা হাতে নেন, আর ঠাস করে চড় কসান । যার গালে চড়টা দিলেন, সে আপনার কী হয় ? বাপ-ভাই কিছুই না ? তবে আর আপনাকে আমাদের মা-বোন বলে সম্মান দিতে হবে কেন ? বাসে বসে আমার গায়ে যখন ঢলে পড়েন, তখন কি আপনার বেশ লাগে ? মুচকি মুচকি হাসেন যে ! আর আমি যখন একটু তাকাই তখনই আপনার...বাব্বাহ...আর বললাম না.... মায়ের মতো দেখতে নারীকে মায়ের সম্মান দেই আমরা...আর বোনের মতো যারা, তাদের বোন বলতে কুণ্ঠিত হই না...কিন্তু যারা বুয়ার মতো আচরণ করে, প্রেমিকার মতো ঢলে পড়ে, প্রস্টিটউটের মতো খিস্তি ঝারে, তাকে ? কী বলবো তাকে আমি ? আপনাদের জাত যেহেতু, আপনিই বলুন, তাকে কী বলে ডাকবো...? কাল বলবো বাকিটা...এখন ঘুমাই...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।