ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
লেখনীর বন্ধ্যাত্ব ঘুচতে চাইছে না কিছুতেই!
দুমড়ানো-মোচড়ানো
কাগজটাকে অযথাই টানটান করবার চেষ্টা করি।
পড়ে থাকা কলমটা তুলে নেই,
কিন্তু তার কালি তো কবেই শুকিয়ে গেছে।
তা দিয়েই
কতো আঁকিবুকি,কতো কাটাকুটি!!
কতোবার??কতোবার??
হাজার,লক্ষ,অযুত কোটি. . . .
অজস্র,অজস্রবার!
হৃদয়ের আকুলতা যে এখনও আঁকুপাকু করে-
কেউ কি ধার দেবে তোমার লেখনী?
কেউ কি ধার দেবে তোমার
গোপন ডায়েরীর পাতা?
কেউ কি আছো,
ধার দেবে আমাকে-নাহ,থাক।
কাজ কি এতো ধার করে?
নাই-বা লিখলাম কোন কবিতা-
অথবা কোন স্মৃতিকথা!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।