আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতির করাল গ্রাসে বাংলাদেশের রাজনীতিবিদরা

আমার ছবি নাই , দেশের সম্ভাবনাময় একটি ছবি প্রোফাইলে দিলাম । void(1); পুরো বাংলাদেশে কৃষকদের ন্যায্য অধিকারের জন্য সরকার যে ব্যবস্থা গুলো নিচ্ছে তা সঠিক ভাবে কোনভাবেই সাধারন কৃষক পর্যন্ত পৌছায় না । সরকার থেকে ফিল্টার হয়ে নিচের লেভেল পর্যন্ত আসতে না আসতেই মুল অংশটাই শেষ করে নাম সর্বস্ব অল্প বিস্তর পায় গরীব কৃষ...ক । কৃষি তে বাজেট মানে খুশি হবার কথা কৃষকের অথচ হলুদ দাঁত বের করে আমাদের দেশের বিবেক বর্জিত মেধাহীন নেতা কর্মীরা বেশি খুশি হয় । বাজারে এই পর্যায়ে এসেছে কৃষকদের ন্যায্য মূল্য দেয়ার জন্য গমের স্লিপ দেয়ার প্রকল্প । খোলা বাজারে গমের দাম কম তাই সরকার ব্যাবস্থা নিয়েছে কৃষকদের ক্ষতি পুরনে সামান্য চেষ্টার । এই ঘটনা কে কেন্দ্র করে অতীতে এবং বর্তমানেও নেতা কর্মীদের ভাগাভাগির যে মহোৎসব চলছে তা কি আপনাদের চোখ এরিয়ে যায় ? কয়জন কৃষক এই আকাঙ্খিত স্লিপ পায় সেটা কি জানেন ? সেই ছোট বেলায় কি ভুল পড়েছিলাম ? " অনায় যে করে আর অন্যায় যে সহে... তব............ ।বাকিটা সবাই জানি ! তাহলে কি তখন ভুল জেনেছিলাম ? যে লক্ষ্য নিয়ে মানুষ প্রথম জীবনে রাজনীতি করতে আসে ষে চিন্তার কতটুকু বাস্তবায়ন করে প্রতিষ্ঠা পেলে, সেটাও কাছ থেকে দেখেছি ।হাতে গোনা অল্প কিছু নেতা ছাড়া সবাই অন্ধের মত গরীব আর অসচেতন নাগরিকের অধিকার গুলো পাউরুটি কলার মতো ছিরে চিবিয়ে চিবিয়ে তাদের আকাশ সমান ক্ষুধা মেটাচ্ছে! এই শতাব্দী এসেও কেও রাজা বাদশা আর জমিদারের মতো আচরন করছে মানুষের সাথে! তারপরেও অজানা কোনও হ্যামিলিয়নের বাশিওয়ালার মন্ত্রে আমরা আশ্চর্য রকম চুপ!! আমার দেশের স্বাধীনতার সুফল মাত্র কয়েকটা রাজনীতির লেবাস পড়া হায়েনা অক্তপাসের মতো পেচিয়ে খেয়ে ফেলবে তারপরেও আমাদের চুপ থাকতে হবে! ইদানিং আমার খুব মনে হয় হয় সারা দেশেই কোনও নেতাকে দেখে শ্রদ্ধায় নতজানু হয়ে যাবো, ভিতর থেকেই একটা অস্পষ্ট শব্দ বলবে "আহা ভালো মানুষ ' এমন মানুষের সংখ্যা খুব কম!! জানিনা এভাবে দুর্নীতির রেস যদি চলতে থাকে ভবিষ্যৎ প্রজন্ম আর আমরা নিজেই বা কোথায় যাবো?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।