আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতির মায়েরে বাপ

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন।। আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে

ঢাকা শহরে আইন মান্য করা আর অমান্য করা সবই এক। এই চিন্তা মাথায় নিয়ে, এলিফ্যান্ট রোডে রিকশা চলাচল নিষিদ্ধ জানা সত্বেও, কলেজে আজ রিকশায় করে যাব বলে সিদ্ধান্ত নিলাম। যথারীতি একটা রিকশা নিয়ে রওয়ানা হলাম কলেজের উদ্দেশ্যে… কিছু পথ যাওয়ার পর ট্রাফিক পুলিশ বাধা দিল। আমি ভাবলাম, এ আর কী! সেদিনও তো ৫ টাকা ঘুষ দিয়ে হাতিরঝিল থেকে ঘুরে এলাম। কিন্তু নাহ! এবার আর কাজ হলো না… রিকশা ঘোরাতে বাধ্য করল… আমার যেহেতু রিকশা ভ্রমনের খায়েশ পূরন হওয়ার সুযোগ রইল না তখন বাধ্য হয়ে বাসস্ট্যান্ডের দিকে হাটা আরম্ভ করলাম। রিকশা থেকে নামানোর কায়দাটা হয়তো লজ্জাজনক ছিলো। কিন্তু আমার একটু ও খারাপ লাগছিল না… উল্টো বেশ ভালো লাগছিল… কারন বাংলাদেশ একটু একটু করে এভাবেই দুর্নীতিমুক্ত হবে… আজকে একজন ট্রাফিক পুলিশ টাকাকে হাতের ময়লা ভেবে যেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেননি সেভাবে যদি রাজনীতিবিদরাও যদি টাকাকে হাতের ময়লা ভেবে দুর্নিতীকে প্রশ্রয় না দিতেন তাহলে যতই চেষ্টা করুক টিআই আর আমাদেরকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাতে পারবে না! ইনশাল্লাহ! দুর্নীতির মায়েরে বাপ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।