স্বপ্নের সীমানা ছুঁয়ে বাস্তবতার পথ ধরে হাটতে গিয়ে নিজেকে কোন এক অরণ্যের মায়াবী মোহনায় আবিষ্কার করি। আবার কখনওবা কোন এক গাঁয়ের মোঠো পথ ধরে হাটতে গিয়ে অজানা ঘ্রাণ আমায় মাতাল করে। কোন এক সন্ধ্যায় চাপা যন্ত্রনা নিয়ে ছাদের এক কোনে বসতে গিয়ে দখিনা বাতাসের আলতো ছোঁয়ায় ফিরে পাই অন্তহীন আকাশের ভালোবাসা। হঠাৎ কোন এক মাঝ রাতে দুঃস্বপ্নে ঘুম থেকে জেগে ওঠে জানালার বাহিরে চোখ চলে যায়। তখন ও সেই আধারের মাঝে বুঝতে পারি আমাকে ভালোবাসার চাদরে আবৃত করে রেখেছে ঐ রাতের কালো অন্ধকার আর আমায় কানে কানে বলে যায়-তুমি একা নও। এভাবে আমার সমস্ত ভালো লাগা, স্বপ্ন দেখা কিংবা যন্ত্রনার মাঝে আমার বাংলার চির চেনা কিন্তু ভালোবাসার রূপ প্রেরনা দিয়ে যায় বেঁচে থাকার। জীবনের প্রতিটিক্ষনে আমার মাঝে জেগে থাকা আমিত্বকে এভাবে নাড়া দিয়ে যায় আর আমি তখনই উপলব্ধি করি "এইতো আমার দেশ,আমার প্রানের টান,প্রানের আবেগ"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।