আমাদের কথা খুঁজে নিন

   

প্রানের মানের জন্যে

আমি ধর্মভীরু - একাকী ঘরে থেকে প্রদীপের সল্তেটা বদলাই,

পথের মাঝে আলো-আধারির যে শুণ্যতা, সেইখানে প্রানোচ্ছলতার একটানা নিরাকার হাহাকার । টানা-পোড়েনের সমাজের এককোনে যে শিশুটা, রাজ্যের আনন্দ নিয়ে সারাটাক্ষণ উচ্ছল সময় কাটায় । তার কতটুকু কাছে যেতে পারি আমরা ? হয়তো একটুখানি, বলতে পারো প্রায় বিয়োগের ঘরে । প্রগাঢ় এক আকাঙ্খার রেশ ক্রমেক্রমে বীজ বুনে - কিন্তু সেখানে পরি্চর্যায় আমাদের দুরন্ত অবহেলা, কে যেনো সুরপুরীর ভালবাসা চায় - কিন্তু খাদের কিনারে সব.. হ্যা সব । সময়ের রশিটা একসময় খোলাচোঁখে আমাদের ফাঁস লাগাবে, এমন ভেবে যাই যেনো ওটাই লক্ষ্য আমাদের । আমার বাঁধন আমাকেই খুলতে হবে - খুলবই, তাই এক আকাশ নীল আলো চাই । সময় তরী ভেড়াবে এক্ষুনি !!! কিছু করবো - করছি, নইলে সুযোগের ঘাড়ে সময়ের নিত্য দোল খাওয়া চলবেই । দুপুর ১টা ২৩ মিনিট যুক্তরাজ্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।