আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D আমার প্রানের কথা আমি রেখে দিয়েছি আমার সাধের ফুল গাছে। আমার সমস্ত আত্মীয়তা সখ্যতা ওর সাথে প্রীতিডোরে বাঁধা। আকুল হয়ে ঢেলেছি জল ঐখানে। ফুলে ফুলে যখন ভরে যায়- আমার আদরের আমার সোহাগের গাছগুলো আলোছায়া যখন লুকোচুরি খেলে তখন কি সুখ কি সুখ! আমি প্রান ভরে দেখি। সেই উৎস হতে শোভা ওঠে- বাতাস মুখরিত হয়ে গন্ধ ছড়ায়---- তাই আমার ভালবাসা আমি পেতে দিয়েছি মাটিতে ধূলায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।