কখনো কখনো বৃষ্টি যদি ঝরে দৃষ্টির পাতায় কখনো কি বন্ধু তোমার আমায় মনে পরে আমি পরে আছি কেমন কোথায়...........। হে উগ্রবাদী অক্টোপাসের দল তোদেরকে আগেই বলে রাখি, আমি আওয়ামীলীগের সাপুর্টার/ভোটার, আমার দাদা বাপ চাচারাও, তারা ছিলেন মুক্তিযোদ্ধা । তাই বলে আমরা ইসলামের পরিপন্থী নই। জানি এই পোস্টের আগে/পরে হয়তোবা আমাকে ছাগু উপাদিতে ভূষিত করা হবে। তাতেও দুঃখ নাই ।
হয়তো যেতে হবে আর বহুদূর......হোক না সে পথ যত বেদনা বিধুর ।
মেটার অফ লুল। ।
লোকটা ৮৩ বা ৯৩ বছর
ধরে বেঁচে আছেন রাজাকার ছিলেন
না কিন্তু ২ দিন আগে নাস্তিকদের
বিরুদ্ধে একমহা সমাবেশ করে এক
রাত্রের মাঝে রাজাকার
হইয়া গেলেন। ।
এর
আগে মুফতি আমিনীকেও ওরা রাজাকার
বানাইছে ।
নাস্তিকের
বাচ্চারা মুক্তিযোদ্ধা নিয়ে ব্যবসায়
নামছে। । তাই তাদের
বিরুদ্ধে যারাই
কথা বলছে তাদেরকেই রাজাকার
হতে হচ্ছে। ।
কিন্তু খুজে দেখেন প্রকৃত
রাজাকার ছিলো নাস্তিকের বাপ
দাদা/নানা রাই। ।
কারন আমার
যুক্তি বলে সৃষ্টিকর্তার
সাথে যারা বেঈমানী করতে পারে দেশের
সাথে বেঈমানী করা তো ব্যপারই
না। । ।
বেঈমানের রক্ত শরীরে বইছে বলেই
তারা সৃষ্টিকর্তার
সাথে বেঈমানী করছে এবং যাকে তাকে বেঈমান
বলার সাহস পাচ্ছে। ।
এই বেঈমান
ধর্মদ্রোহী নাস্তিকদের দ্রুত
ফাঁসি দিয়ে দেশকে কলঙ্ক মুক্ত
করতে হবে।
উল্লেখ্য, হেফাজতে ইসলাম এর প্রধান নেতা জনাব শাহ আহমেদ শফীর (৯৩) বিরুদ্ধে ইসলাম অবমাননার মামলা হচ্ছে। এই মামলার বাদী পক্ষের উকিল হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, যিনি এর আগে জামাত-শিবির নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন।
যে সব দেশ শরীয়া আইন মেনে চলে তারা সবাই উন্নত দেশ ।
যেমন br /> ১। সৌদি আরব ।
২। কুয়েত ।
৩। মালয়েশিয়া ।
৪। UAE
৫। ইরান
৬।
কাতার ।
৭। লিবিয়া ।
৮। মরক্কো ।
৯। আল্গেরিয়া ।
১০। জর্ডান ।
( আরও অনেক দেশের উদাহরণ দেওয়া যাই )
আর যে সব দেশ শরীয়া আইন মানে না তাদের বেশির ভাগ ফকির মিসকিন ।
যেমন br /> ১। আফগানিস্তান ।
২। পাকিস্তান ।
৩।
সুদান ।
৪। সুমালিয়া ।
৫। বাংলাদেশ ।
৬। ঘানা ।
আরও অনেক দেশের উদাহরণ দেওয়া যাই ।
এইবার আপনারাই বলুন উন্নতি কোন পথে ? ইসলামী রাষ্ট্রের কথা বললে সবাই তালেবান রাষ্ট্র , জঙ্গি রাষ্ট্রের কথা বলে মুখে ফেনা তুলে । একবারও কেউ ভাবেনা নিজেদের অবস্থা, নিজেদের দেশের অবস্থান কোথাই ?
জনৈক পাগলঃ সবই লীলা ... গাঞ্জার মধ্যে একটা টান দিলে দেশের অবস্থা আর খারাপ লাগেনা, চারদিকে রঙ্গিন দুনিয়া দেখি ...সবই লীলা বুঝলি.............................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।