আমাদের কথা খুঁজে নিন

   

ইলিয়াস আলী একজন সাবেক সাংসদ নিখোজ বা গুম- কেউ জানে না তার খবর-কেন ?

বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। গণতান্ত্রিক এবং সেক্যুলার দেশ। সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটে দেশের সবচেয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী রাজনৈতিক দল এবং দেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের যোগ্য কন্যা- যিনি রাজনীতিতে এবং ব্যাক্তিজীবনে পোড় খাওয়া একজন দেশপ্রেমিক রাজনীতিক তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তাকে জনগণ ভোট দিয়েছে তিনি ক্ষমতায় তিন বছরের বেশী অতিক্রান্ত করেছেন। দেশের শক্তিশালী সুযোগ্য মন্ত্রিপরিষদ আছে।

দেশের সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, পুলিশ বাহিনী, এনএস্‌আইসহ সব রকমের নিরাপত্তা বাহিনী আছে। এরপরও গত তিন বছর বা তার আগের সরকারের সময়েও বিচারবর্হিভূত হত্যার ঘটনা ঘটেছে। বর্তমান সরকার তখন বিরোধী দলে তারা ঐসময়কার ঘটনার তীব্র সমালোচনা করে তারা ক্ষমতায় এলে এসব চিরতরে বন্ধ হবে বলে দূঢ় প্রত্যয় ব্যক্ত করেছিল। কিন্তু দেশের জনগণ কি দেখছে। জনগণ দেখছে বর্তমান সরকারের সময় নতুন নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গুম ও নিখোজ হিসেবে মিডিয়ার পাতায় এবং জনগণের মনে আতঙেৃ্কর সৃষ্টি করেছে।

গত তিন বছরের বেশী সময় পরিসংখনগভাবে অর্ধশতাধিক গুম নিখোজের ঘটনা ঘটেছে আর বেসরকারী সুত্রে এ সংখ্যা কত তা তো বলা সম্ভব নয়। তো যে প্রশ্নটি দেশের সাধারণ মানুষের মনে এসব কারা করছে। আর যারাই করুক না কেন সরকারের কোনো বাহিনীর পক্ষে আজ পর্যন্ত কেন তা উদ্ধার করা সম্ভব হয়নি। তাহলে কি এসব বাহিনী সবাই ব্যর্থ এবং অপদার্থ ! একথাটি কি দেশের জনগণ বিশ্বাস করবে। তা নাহলে এসব বাহিনী করছে ।

কিন্তু এসব বাহিনী কেন করবে সে প্রশ্ন ওঠে। সব বাহিনীই তো সরকারেরই অংশ- তারা সরকারের নির্দেশ মেনে চলবে। তাহলে কি এসব সরকারই করাচ্ছে - এ প্রশ্ন ওঠা কি স্বাভাবিক নয়। এমন যদি হয় তাহলে দেশের প্রতিটি মানুষ বর্তমান সরকারের কাছে নিরাপত্তাহীন অবস্থায় বসবাস করছে একথা বলা যাবে কিনা ? এক এক এত মানুষ গুম বা নিখোজ হলো, অনেকের লাশ পাওয়া যায়নি আদৌ হয়তো পাওয়া যাবে না। যারাই সরকারের জন্য বিপদজনক বা সরকারের জন্য ক্ষতিকর বলে মনে হবে তারাই তাহলে গুম হয়ে যাবে এমনটিই তো মনে করা যেতে পারে -বর্তমান পরিস্থিতির ভিত্তিতে।

এমন দেশের স্বপ্ন কি , এমন সরকারের স্বপ্ন কি দেশের মানুষ চেয়েছিল কখনও। এরপরও কি সরকার বড় গলায় নানা উন্নয়ন, নিরাপত্তার ঢাকঢোল পিটিয়ে উৎসব করবেন এবং দেশকে বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে দেখাতে চাইবেন। বিরোধী দল বা অতীতের সরকারের দোষ আছে তারাও কোন দিক থেকে ভালো ছিল না একথা ধরে নিয়েই বলছি জনগণ সে কারণেই তো এই সরকারকে নির্বাচিত করেছিল- কিন্তু পরিণতি কি তাদের চেয়ে ভালো হচ্ছে !!! ধিক দেশের রাজনীতিবিদ এবং চলমান সরকারকে। এখনও সময় আছে দেশের জন্য কাজ করুন মানুষের জন্য কাজ করুন। প্রতিহিংসা এবং নিজেদের আখের গোছানোর চেষ্টা করবেন না তাহলে জনগণ আপনাদের কোনোভাবেই ক্ষমা করবে না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.