মানুষ, তোমায় বড় ভয় আমার!
[গতকাল এই পোস্টটা দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে পাবলিশ হয়নি]
শেষ হলো 'অতি বিরক্তিকর', 'অতি কষ্টকর' এবং 'অতি যন্ত্রণাদায়ক' একটা টার্ম। দম আটকে আসছিলো সবার (বিশেষ করে বিজোড়দের) শেষ প্রজেক্টে একেবারে হাড়-মাংশ এক হয়ে যাবার অবস্থা। তবে শেষ দিনে জুরি ভালো হয়েছে এতদিনের কষ্ট পানিতে পড়ে নাই
এখন মাথায় একটাই চিন্তা। ইন্ডিয়া ট্যুর
এই মাসের ২৫ তারিখ যাচ্ছি ইনসাল্লাহ্। আপাতত ২৩ দিনের প্ল্যান তৈরি হয়েছে।
পরীক্ষার সিডিউলের উপর নির্ভর করছে বাকিটা। ২৫ তারিখ থেকেই পরীক্ষা শুরু। পরেরটা ডিসেম্বরের ২৮-এ হওয়ার কথা। আমাদের যাত্রা মাঝের এই গ্যাপটুকুতে হবে। পরীক্ষা শেষে এত লম্বা ছুটি পাবার সম্ভাবনা কম বলে এই সময়টা বেছে নেয়া হয়েছে।
যেসব জায়গায় যাবার প্ল্যান হয়েছে: কলকাতা, দিল্লী, চন্ডিগর, আগ্রা, ফতেহপুর সিক্রি হয়ে জয়পুর, জয়সালমার, আহমেদাবাদ, আওরঙ্গবাদ এবং গোয়া। আরো কিছুদিন সময় পেলে তখন সিমলা সহ আরো দু'একটা জায়গা ঘুরে আসা যাবে। দেখা যাক
ইন্ডিয়া যাবার আগ পর্যন্ত হয়তো কিছু পোস্ট করবো না। ভালো থাকবেন সবাই। ছবি তুলবো অনেক অনেক।
ফিরে এসে শেয়ার করবো দোয়া করবেন সবাই
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।