আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাক দীর্ঘশ্বাসে...

তপ্ত মরু অবিরত ফোটায় ধূসর ফুল .... ভয় ঢেকে রাখে সত্যকে আলো আধারির আবরণে ...তবু আমি পথিক পথ চলি স্বপ্নের হাত ধরে ....অনন্তের পথে ... পথের শেষ দেখার আশায় .. নীল রঙে রঙিন হয়ে যাওয়া মুহূর্ত, আর অলীক স্বপ্নালু চিন্তাধারার অসহ্য আস্ফালনে খুব আপন স্বীয় স্বত্ত্বাকে নীরবতার মাঝে হারিয়ে-একান্ত কষ্টের তীব্রতায় নিজেকে বিলীন করে হারিয়ে যাওয়া একাকীত্বে || সবার চোখে ভীষণ হাসিখুশি আর কারো কারো মনের জানালায় কড়া নেড়ে যাওয়া ছেলেটা কিন্তু তাদের কাছে ভয়াবহ রকমের রূঢ় আর একরোখা । । চুপটি করে বসে থাকা একটা কোণে , নিজের সুরে ছন্দে দোলা আপন মনে ; মনের পাতায় কল্পখাতায় স্বপ্ন রাশি- অনেক প্রাণের কোলাহলে একটু হাসি | ছেলেটা যা বলার বা বলতে চাওয়ার ,বলতে ছাড়েনি কখনো কাউকে ! এমনকি নিজেকেও । । অনেক দেখেও নীরব থেকেছে ,অপেক্ষা শেষটা দেখার ।

। সেই শৈল হ্রদয় চুর্ণ হয়ে যায় ,নিজের নির্বাক দীর্ঘশ্বাসে...কিছু হারিয়ে নয় ,প্রাপ্তির ব্যর্থতায় নয় , শুধু ঘোলাটে অতীত-বর্তমান- ভবিষ্যত্‍ নিয়ে অর্থহীন আঁকিবুকি ঘরের দেয়াল জুড়ে... কাউকে কষ্টগুলোর সাক্ষী করতে...খুব...খুউব ইচ্ছা করে...থেমে যায় পরক্ষণেই...এ কষ্টই তো শুধু একান্ত আপন ..এই একাকীত্বই তো কখনো ছেড়ে যাবে না .. মুচকি হাসিতে ঘরের পুরনো মাকড়সাটা মনে করিয়ে দেয়,"কষ্ট ??সে তো তোমার প্রতিটি মুহূর্তে । এই কষ্টেই তোমার অস্তিত্ব !এই ঘ্রিণার সাথেই তো তোমার বসবাস !" ভীষণ অশ্লীল জান্তব হাসির দমকে কেঁপে কেঁপে ওঠে মাকড়সাটাও !....একা একা হাসতেও পারে না ... ছেলেটা কাঁদতে পারে না ...শুধু অচেতন করে রাখে মনটাকে... "সবার সামনে তো খুব পারো ! সবাইকো তো খুব আশার কথা শোনাও !এখন ? কে আছে তোমার ?! আছি আমরা । । " ফিসফিসিয়ে যায় বুড়ো টিকটিকিটার একাকীত্ব ।

। হয়তো ভ্রম । নিজেকে প্রবোধ দেওয়া । । কষ্টগুলোকে আপন করে হেঁটে যায়পথে...সেই কুয়াশা ভেজা মন নিয়ে ....পথের বাকে...অন্তহীন শূন্যতায়... হঠাত্‍ কোথাও অচিন স্নেহের একটু ছোয়া , আপন মাঝে হারিয়ে তবুও খুঁজে পাওয়া ; হঠাত্‍ কোথাও দূর আকাশে স্বপ্নে ভাঙন- অপেক্ষায়-নামবে কখন অঝোর শ্রাবণ | অতীত কিভাবে হলদে হয়ে যাওয়া স্ম্রতির পাতায় নোংরা নখর মেলে ধরার সাহস করে ,বুঝতে চাইনি কখনো ।

কষ্ট গুলো মনের ভুলে তুলে রাখা ছিল যত্ন করে ,যন্ত্র-হাসিটাও আপন করে নেওয়া হয়ে গেছে বহু আগে । হবে হয়তো ...বিলীন গোধূলী পানে ,গোলকধাঁধার শেষ খুঁজিনা বলে ... অথবা পথের বাঁকে নিজের মত বেপরোয়া উদাসী এলো মেলো হেঁটে যাই বলে ..জীবন ই তো শিখিয়েছিলো কিভাবে পথে চলে যাওয়া যায় এভাবে ,একান্ত একাকীত্বে । । এই হেঁটে যাওয়াই তো সমাধান... চাই বা না চাই সময় ফুরানোর আগে তো আর পথচলা থামবে না... পথিক ক্লান্ত হবে । হতাশা হাতছানি দেবে ,তবু সময় কারো জন্য থেমে থাকবে না ।

এলোমেলো পা ফেলা শত পথিক আসবে হারাবে । । হঠাত্‍ করেই হতে চাওয়া ঐ ধূসর আকাশ আর ক্লান্তিহীন উড়ে যাওয়া মেঘ । হতে চাই না শুধু বিবর্ণ বিকেল । মেঘ হয়ে ঝরে যাওয়াটাও পছন্দ না ,শুধু ভেসে যেতে চাই দূর থেকে দূরান্তে-অজানায় ।

আমি ধূসর হব স্মৃতিতে ,আমি ধূসর হতে চাই সব কিছু জেনে , কারণ এখন সময় একাকী পথে পথে হারাবার । । । শত পথিকের মাঝে গোলকধাঁধার শেষ না হয় আমি একজন না ই খুঁজি ,হলাম না হয় অজানার যাত্রী । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।