আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাক আশা

কল্পিত চোখে বাস্তবতা দেখি, কম্পিত কলমে স্তব্ধতা লেখি এই কবিতাটি লিখেছে আমার প্রবাসী বন্ধু 'অসি'। আমার ব্লগ পড়ে সে নিজেই আমার ব্লগের মাধ্যমে কবিতাটি প্রকাশে আগ্রহ প্রকাশ করেছে। প্রবাসের ব্যাস্ত জীবনের মাঝেও সে নিজের মাতৃভাষায় কাব্যচর্চা ভুলে যায় নি,এই কারনে তাকে ধন্যবাদ জানাই। কবিতার শুরুতেই অনেক ঘ্যানঘ্যান করে ফেলেছি, আপাতত নির্বাক থেকে নির্বাক আশা কবিতাটি নিচে দিলামঃ নির্বাক আশা -অসি ফুলটি ফুটেছিল সেদিন যখন তোমার হাতটি হটাৎ আমার বাহু স্পর্শ করে, তোমায় যেন চিনেছিলাম আমি নতুন করে। চঞ্চল সেই চোখ দুটি তোমার শান্ত করে দিয়েছিল মনটি আমার, মুক্ত বাতাসে অবিরাম স্নিগ্ধ আলোতে দেখেছিলাম তোমার উড়ো চুলে পাতা এসে ছুয়েছিল করুণ ছলে।

তোমার মিষ্টি হাসির তুমুল ঝড় আমার দিগন্তকে করেছিল পর। আজ ফুলটি ছিঁড়েছি আমি তোমার রাঙা হাতে দেব বলে, অবিরল আলোকিত এই জলসাঘরে। আশপাশের অজস্র কোলাহলে শান্ত আমি খুঁজে ফিরছি তোমার সেই হাসিখানি, শুধু একবার তাকাব তোমার দুটি চোখে খুঁজে দেখব কোন ধুলো হয়ে লুকিয়ে আছি নাকি আমি সেখানে। হাজারো দর্শকের মাঝে পরাহত আমি অলংকারে সজ্জিত বেনারসি তুমি রুপসী। আজ আমার ফুলটি নেবে কি তুমি? তোমার ফুলসজ্জায় রেখে দেবে বালিশের পাশে, ছোঁয়াহীন হয়ে সে থাক না পড়ে আমার মতো অশ্রুহীন কাতর হয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।