আমি চট্টগ্রামের ছেলে, কর্ণফূলীর তীর ঘেষে শাহমীর পুর গ্রামে আমার জন্ম। আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের নির্বাক
নবারুণ
নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা। নির্বাক নাটক যে এতো প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয় তা আজ প্রথম দেখলাম।
নিঃশব্দে একমনে এতো দীর্ঘ নাটক দেখার পরো কেনো যেনো মনে হলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো।
আজ ৫ই জানুয়ারি চট্টগ্রাম থিয়েটার ইনিষ্টিটিউটে প্যান্টোমাইন মুভমেন্টের প্রযোজনায় নির্বাক নাটক '' এ্যান ইনোসেন্ট ডেথ'' ও আলোর খুঁজে'র প্রযোজনায় ''কবর'' নাটক মঞ্চায়িত হয়।
' এ্যান ইনোসেন্ট ডেথ'' নাটকে পুলিশের ঘুষ দুর্নীতিকে একহাত দেখে নেয়া হয়। শ্রমজীবী মানুষদের শোষণকারী অভিজাত শ্রেণী ও তাদের দোসর প্রশাসন যন্ত্রের মুখোশ উন্মোচন করা হয়েছে সাহসিকতার সাথে। মিছিল মিটিংয়ে বোমা ও গ্রেনেড আতংক রীতিমতো গ্যালারীতেও আতংক ছড়িয়েছে।
নিন্দিত ও নিরুৎসাহিত করা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে। নীরবে নিভৃতে ক্রন্দনরত বিচার ব্যবস্থার করুন দৃশ্যটি অশ্রুর আগমনকে ঠেকাতে পারেনি।
ভারত কর্তৃক সীমান্তে বাংলাদেশীদের পাখির মতো হত্যাকে ফুটিয়ে তোলা হয়েছে লোমকর্ষকভাবে। ফেলানীর লাশের করুণ চিত্র আমাদেরকে নোনা পানি ক্ষরণ করিয়ে ক্ষান্ত দেয়নি, মর্মাহত করেছে নিদারুণভাবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।