আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাক ইন্দ্রজাল

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

একাকীত্বের বিষেদাগার থেকে ছুটি নিবো না, ডানাহীন পাখির ন্যায় মরীচিকায় মুখ থুবড়ে পড়বো না, তবে? তবে কি করবো? সাহচর্যের ধু ধু মরুতে অনুর্বর মস্তিষ্ক প্রসূত প্রেমের সন্ধানে নামবো? না কি- জিউসের সামনে নতমস্তকে জিজ্ঞাসা রাখবো, থেঁতলে যাওয়া কুকুরের মৃত্যুর রহস্য কি? মহা পরাক্রমশালী দানবীয় বিভৎসতার কাছে- শ্বাপদের শেষ মুহুর্তে বেঁচে থাকার অভিপ্রায় কি এতই মিছে, নীচ?! শ্লেষময় কারাগারের শিক ধরে যখন সাতপাঁচে আটকে গিয়েছি- তখন জলধারার হালকা ছিঁটেয় মনে হল, ইন্দ্রের কাছে মস্তকনত হয়ে লাভ কি? উর্বর মনের প্রেমসিক্ত অশ্রুধারায় অবহেলার যে ইন্দ্রজাল সৃষ্টি হল, পারবে ইন্দ্র তার জবাব দিতে? পারবে না- কারণ, তোমার চুম্বনের মায়াজালে ইন্দ্র আজ মোহাচ্ছন্ন।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।