আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাক আঁখিপানেঃ

জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে। www.jagoree.org  

নির্বাক আঁখিপানে তাকাই আর সুধাই কিছু সুখ দুঃখের কথা কিন্তু এ চোখে কোন ভাষা নাই কেন সাদা কালো আঁখি দুটি চেয়ে থাকে বোবা হয়ে যেন জীবনের সব রঙ মুছে গেছে জীবনের খাতা থেকে। তবু সে চোখ কি যেন কথা কয়! আর শুধু নির্বাক চেয়ে রয় বাক্যহারা, ভাষাহারা শুধু একরাশ কান্নায় ভরা। কতগুলি কস্ট, কতগুলি কান্না একসাথে হলে চোখ তার ভাষা হারায় বলতে পার? আমি শুধু চেয়ে দেখি তার বাকহারা আঁখি পানে কি যেন বলতে পারে না সে শুধু নির্বাক চেয়ে থাকে আর থাকে কিছু কান্না, কিছু বেদনা আর কিছু অব্যক্ত যন্ত্রনা। যখন চাঁদ ওঠে ওই দূর আকাশে আর জ্যোৎস্না ছড়াতে থাকে চরাচর ধরি মায়াবী আলোটুকু যেন সে দেখে না কভু দেখে শুধু নীল জ্যোৎস্নার বেদনা আর নির্বাক চেয়ে থাকে নিঃশব্দ বেদনায়। যখন বৃস্টি নামে রিমঝিম কালো মেঘের ভেলা করে আর কান্না হয়ে ঝরে পরে ধরাতলে আপনমনে বারিরাশি হঠাৎ চমকে চেয়ে দেখে সেই আঁখি পানে একটু থমকে উঠে সে যে বৃস্টির কান্নাও থেমে যায় তার চোখের জলের ধারা দেখে। স্বপ্নগুলো তার চোখে বসে না কখনো বুলিয়ে দিতে সুখের পরশ দুঃস্বপ্নের ঝড়ো হাওয়া উড়িয়ে নিয়ে চলে ঘুমপরীদের অচিন কোনো দেশে নির্ঘুম কাটে রাত যে তার একাকি বসে। মাঝে মাঝে শুধাই তাকে তোমার চোখের ভাষা পরতে পারি না কেন কি হারিয়েছ তুমি বল না আমায় কেন তুমি নিশ্চুপ? নির্বাক চেয়ে থাকা চোখে জবাব খুজি দেখি শুধু বোবা কান্না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।