আমাদের কথা খুঁজে নিন

   

দর্শকদের সঙ্গে এয়ারটেলের প্রতারণা, সঙ্গে এনটিভি!!!

মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে। তবে চাওয়াটা অবশ্যই ভালো হতে হবে। অনেক কাজের ভিড়ে হঠাৎ করে ছুটি পাওয়ায় সারাদিন বাসায় কাটিয়েছি। কয়েকদিন ধরেই টিভিতে বিজ্ঞাপন দেখছি এয়ারটেল পহেলা বৈশাখে ‘আমাদের গল্প’ নামের একটি টেলিফিল্ম দেখাবে। সকাল থেকেই চিন্তা করে আছি টেলিফিল্মটা দেখবো।

সব কাজ শেষ করে রাত সাড়ে ১১টায় বসলাম টিভির সামনে। যথা সময়ে শুরু হলো। ভালই লাগছিল। সাউন্ডে একটু সমস্যা হচ্ছিল। তারপরেও খারাপ লাগছিল না।

কিন্তু রাত ১২টার একটু পরেই হঠাৎ করেই বন্ধ হয়ে গেল টেলিফিল্মটি। ঘোষণা দেওয়া হলো ‘আমাদের গল্প’ টেলিফিল্মের বাকি অংশ আগামীকাল (রোববার) দেখানো হবে। অথচ গত কয়েকদিন ধরে প্রচারিত বিজ্ঞাপন ও সংবাদে এধরণের কোন তথ্যই দেওয়া হয়নি। সাধারণ দর্শকদের সঙ্গে এয়ারটেল এধরণের প্রতারণা না করলেও পারতো। আর এনটিভিও এয়ারটেল সঙ্গে হাত মিলিয়ে দর্শকদের কাছ থেকে অনেকাংশে গ্রহণযোগ্যতা হারোলো।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.