দর্শকদের আনাগোনা বেড়েছে 'সিটিআইটি ২০১৪' শীর্ষক প্রদর্শনীতে। ঢাকার বিসিএস কম্পিউটার সিটিতে চলছে এই প্রদর্শনী। আগত দর্শকদের নতুন প্রযুক্তি পণ্যের প্রতি আগ্রহ বেশি দেখা গেছে। বিশেষ করে তরুনদের মূল আগ্রহ ল্যাপটপ এবং ট্যাবলেটে। বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক এ মেলা চলবে ৮ মার্চ পর্যস্ত।
প্রতিদিনই মেলায় নতুন নতুন পণ্যে পাওয়া যাচ্ছে ছাড় এবং উপহার ।
বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান স্বপন জানান, মেলায় দর্শকদের এ আনাগোনা আমরা খুশি। দর্শকদের চাহিদা অনুযায়ী মেলার বাকি দিনগুলোতেও আমরা বিভিন্ন নতুন পণ্য প্রদর্শনের পাশাপাশি পণ্যে ছাড়, উপহারসহ নানা সুবিধা দেয়ার ব্যাপারে কাজ করছি। '
মেলায় স্পিড টেকনোলেজি এন ই সি প্রজেক্টরের সঙ্গে উপহার হিসাবে দিচ্ছে এনজিনিয়াস রাউটার। এছাড়া বেলকিন রাউটার কিনলে ক্রেতারা পাবেন ই-স্ক্যান এন্টিভাইরাস উপহার।
টেকনো কেয়ার কম্পিউটার লিমিটেড ল্যাপটপ ব্যাটারি, কিবোর্ড, এলসিডি, এলইডি মনিটরে দিচ্ছে বিশেষ মূল্যছাড়। সঙ্গে পাওয়া যাবে ল্যাপটপ স্ক্রিন প্রটেক্টর। ড্রীমল্যান্ড কম্পিউটার দিচ্ছে ১৪ হাজার ৭০০ টাকায় পিসি, সঙ্গে উপহার হিসেবে থাকছে হেড ফোন। এছাড়া অন্যান্য পিসির সঙ্গে উপহার হিসেবে পাওয়া যাবে এন্টি ভাইরাস।
প্রদর্শনীতে প্রবেশমূল্য ১০ টাকা।
প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। এ ছাড়াও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশে অগ্রাধিকার পাবেন। প্রতিদিন প্রবেশ টিকেটের ওপর র্যাফেল ড্রয়ের মাধ্যমে দেওয়া হবে প্রতিদিন এলসিডি টিভি, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরাসহ লক্ষ লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার। গোল্ড স্পন্সর আসুস, অ্যাভিরা, স্যামসাং, এইচপি ও সিলভার স্পন্সর ইপসন এবং পেমেন্ট পার্টনার বিকাশ। মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এটিএন বাংলা, বাংলাদেশ প্রতিদিন, এবিসি রেডিও এবং বাংলানিউজ২৪.কম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।