আমাদের কথা খুঁজে নিন

   

কারওয়ান বাজারে হরতালে ককটেল, সংঘর্ষ

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছে। এ ছাড়া রাজধানীতে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে কারওয়ান বাজার এলাকায় ওয়াসা ভবনের পাশ থেকে স্বেচ্ছাসেবক দলের ১০-১২ জন একটি মিছিল বের করে।

তাদের বাধা দেয় পুলিশ। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এক পর্যায়ে মিছিলকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।   ঘটনার সময় একজন পথচারী আহত হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, অল্প কয়েকজন মিলে মিছিলটি বের করে। আশপাশের ভবনের ওপর থেকে ককটেলগুলো ছোড়া হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। বিভিন্ন ভবনে অভিযান চালানো হচ্ছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.