সুবহানাহু তায়া’লা ওয়ারাআল ওয়ারাই ছুম্মা ওয়ারাআল ওয়ারাই-জ্ঞান ও অনুভূতি যে পর্যন্ত পৌছে, আল্লাহতায়ালার জাতে পাক তার পরে, বরং তারও আরো পরে।
কয়েকদিন পূর্বে সংঘটিত ঘটনাটির প্রতক্ষ্যদর্শী আমি নিজে। সকাল তখন ৯ টা। বসুন্ধরা সিটির পার্শ্বস্থ ফুটপাত দিয়ে সময়মত গন্তব্যে পৌছুতে কারওয়ান বাজার অভিমুখী কর্মস্থল গামী মানুষের ঢল। ট্রাফিক পুলিশও যথারীতি দীর্ঘ সময় ধরে পান্থপথ সিগন্যালে দীর্ঘ বিরতির সিগন্যাল দিয়ে যাচ্ছে।
হঠাৎ ফুটপাথে কিছূ মানুষের হুড়াহুড়ি। জটলার মাঝে ট্রাফিক কনস্টেবলকেও দেখা গেল। কৌতুহলী হয়ে সেদিকে যেতেই ঘটনার বিবরণ জানতে পেলাম। ৯/১০ জনের এক দল ছিনতাইকারী পথচারীর ছদ্মবেশী একজন অফিসগামীর সাথে ইচ্ছাপূর্বক ধাক্কা দিয়ে সবাই মিলে মুহুর্তেই তাকে ঘিরে ধরে এবং ঝগড়া বাজিয়ে মোবাইল সহ মানিব্যাগ হস্তগত করে নেয়। এসময় দায়িত্বপালনরত ট্রাফিক কন্সটেবল ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আক্রান্ত ব্যক্তির সাহায্যার্থে এগিয়ে যায়।
এসময় ৩/৪ জন চম্পট দিলেও নেতা গোছের ২/৩ জন ক্রমাগত হুমকি দিতে থাকে কন্সটেবলকে। এসময় ট্রাফিক সার্জেন্ট এগিয়ে এসে দ্রুত ২ জনকে ধরে ফেলে। আর বাকিরা সার্জেন্ট ও কন্সটেবলকে ," কিভাবে কারওয়ান বাজারে ডিউটি করস্ দেইখা নিমু!!" বলে দ্রুত জনারণ্যে মিশে চম্পট দেয়।
সিগন্যালে থেমে থাকা বাস ও অন্যান্য যানবহনের যাত্রীরা এতক্ষণ তামাশা দেখছিল। এক্ষণে তারা উল্লাসে ফেটে পড়ল।
সকলেই ট্রাফিক পুলিশ ও কন্সটেবলকে বাহবা দিতে থাকলেও বেচারা কন্সটেবলকে খুবই বিমর্ষ দেখা গেল ও সার্জেন্টকেও অত্যন্ত গম্ভীর হয়ে যেতে দেখা গেল। এর মাঝে ছিনতাইকারী দলের আটককৃত ২ সদস্যকে হ্যন্ডকাফ পড়িয়ে প্রথম আলো ট্রাফিক পুলিশ বক্স এর ভিতরে নিয়ে যাওয়া হলো। কিন্ত তাদের অব্যাহত আস্ফালণ ও হুমকির সম্মুখে পুলিশকে বড়ই দুশ্চিন্তাগ্রস্থ মনে হল। বড়ই আশ্চর্য হলাম পুলিশের অসহায় অবস্থা দেখে। এর মাঝে সার্জেন্টকে আক্ষেপ করতে শুনলাম জনগন কেন এদের পিটিয়ে হস্তান্তর করল না।
আমিও অগ্রসর হয়ে সেই সাহসী পুলিশ কন্সটেবলকে বাহবা দিতে যেতেই মনে হল সে যেন কিছুক্ষণ আগে করা বোকামীর জন্য অত্যন্ত মর্মাহত। অত্যন্ত অনুৎসাহী ভঙ্গিতে মন্তব্য করল, ভাই এইখানকার লোকগুলা বড়ই মারাত্মক। চাকরি করতে গিয়া যদি জান খোয়াই তাইলে পরিবারের কি হবে? আপনারাতো যার যার জাগায় চলে যাবেন, অথচ এই খানেই আমার ডিউটি করতে হবে...." আমিও কিছুটা হতবিহ্বল অবস্থায় আমার কর্মস্থলের দিকে যাত্রা করলাম পুনরায়.....
আগের ঘটনাঃ
যা ঘটে এখন কারওয়ান বাজারের মোড়েঃ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।