কারওয়ান বাজার থেকে মাছ কেনার আগে বা পরে মাছে ফরমালিন দেয়া হয়েছে কিনা তা পরীক্ষা করে নিতে পারবেন ক্রেতারা। সেজন্য মাছের বাজারে চালু করা হয়েছে ফরমালিন সনাক্তকরণ কেন্দ্র। সম্পূর্ণ বিনা খরচে ক্রেতারা মাছের ফরমালিন পরীক্ষা করে নেয়ার সুযোগ পাবেন। এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে কারওয়ান বাজারের খুচরা মাছ বাজারে। মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এই ফরমালিন সনাক্তকরণ কেন্দ্র উদ্বোধন করেছেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
এ সময় বক্তারা বলেন, ক্রেতাদের সচেতনতার মাধ্যমেই মাছে ফরমালিন দেয়া বন্ধ করা সম্ভব হবে। তারা বলেন, ব্যবসায়ীদের কেউ কেউ বেশি মুনাফার আশায় এবং অসৎ উদ্দেশে মাছে ফরমালিন দিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করছে। অসৎ ব্যবসায়ীদের এই প্রতারণা বন্ধ করতেই বাজারে এই ফরমালিন সনাক্তকরণ কেন্দ্র স্থাপন করা হলো। এতে করে ক্রেতারা কেনার আগে বা পরে মাছে ফরমালিন দেয়া হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হতে পারবেন। এই প্রকল্পের অধীনে ১০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ক্রেতারা সম্পূর্ণ বিনা খরচে কেনার আগে বা পরে মাছের ফরমালিন পরীক্ষা করতে পারবেন। কেনার পরে মাছে ফরমালিন পাওয়া গেলে বিক্রেতা মাছ ফেরত নিতে বা মাছ পরিবর্তন করে দিতে বাধ্য থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।