সুবহানাহু তায়া’লা ওয়ারাআল ওয়ারাই ছুম্মা ওয়ারাআল ওয়ারাই-জ্ঞান ও অনুভূতি যে পর্যন্ত পৌছে, আল্লাহতায়ালার জাতে পাক তার পরে, বরং তারও আরো পরে।
আমার কর্মস্থল কারওয়ান বাজার। সকালে অফিসে এসে সহকর্মীর কাছ থেকে তার অভিজ্ঞতা শুনছিলামঃ
"....সেদিন ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল। তখন রাত প্রায় পৌনে ১০টা (নতুন নিয়মে) । কারওয়ান বাজারের মোড়ে তখন পর্যন্ত তীব্র যানজট।
এসময় কারওয়ার বাজার হতে ফার্মগেইট অভিমুখে ইটিভি ভবনের বিপরীতে অর্থ্যাৎ ব্যাংক এশিয়া ভবনের সামনে হঠাৎ করেই যানবহনের সাড়ি জমে গেল।
আর তখনই চোখে পড়ল ঘটনাটা। একটি সিএনজিতে একজন মাত্র আরোহী। সিএনজির দুইপাশে ৯/১০ জন কিশোর/যুবক বয়সী ঘিড়ে দাড়িয়ে চোখের পলকে ছিনতাই করে নিয়ে গেল সর্বস্ব। কেউ কিছু বলার সাহস বা অবকাশ নেই ।
ব্যস্ত নগরীর স্বার্থপর জনজীবন। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত। অযথা সমস্যা ঘাড়ে নেবার সময় কোথায়?"
সহকর্মী ঘটনাটি বর্ণনা করা মাত্রই সকলেই হৈ হৈ করে উঠল তাদের অভিজ্ঞতা বর্ণনায়। প্রত্যেকেরই এমন ঘটনা চাক্ষুষ করার অভিজ্ঞতা শোনা গেল।
অর্থ্যাৎ এধরনের ঘটনা বর্তমানে নৈমিত্তিক শুধু কারওয়ান বাজারে নয়।
বড় বড় প্রায় সকল সিগনালে। কাজেই সাবধান থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।