নীচের উদ্দীপকটি পড়ে নীচের প্রশ্নগুলোর উত্তর দাও
বহুদিন আগে এক রাজার এক মন্ত্রী ছিলেন। তিনি একবার অবৈধ টাকা সরাইবার সময় হাতেনাতে ধরা পড়িয়া যান। কিন্তু পূর্ব পরিকল্পনা থাকায় তিনি অনর্গল মিথ্যা বলিলেও ধরা পড়েন নাই। তিনি প্রতি ক্ষেত্রে একই রকম জবাব দেয়ায় ঐ অবৈধ টাকা নিয়া প্রজাদের মধ্যে কোনো সন্দেহের সৃষ্টি হবার অবকাশ হয় নাই(গোপন কথা- মন্ত্রীর বুদ্ধির কারণে রাজা ধরা পড়েন নাই বলে রাজা তাকে পুরষ্কৃত করিয়াছিলেন। )
প্রশ্ন-১ঃ
ক)কালো বিড়াল কি?
খ)উক্ত ঘটনার সাথে বর্তমানের কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায়?
গ) সৃজনশীল জ্ঞানের অভাবই এপিএস এর ধরা পড়ার মূল কারণ।
এই জন্য সৃজনশীল জ্ঞান অপরিহার্য- এই মর্মে নিজেকে প্রধানমন্ত্রী ভাবিয়া সৃজনশীল পদ্ধতি প্রনয়নে বর্তমান সরকারের সাফলতা তুলে ধরুন(অবশ্যই উন্নয়নের জোয়ার কথাটা বলিতে হইবে। আর উন্নয়নের জোয়ারের সাথে যেনো মূল ঘটনা আড়াল হইয়া যায় অথবা জোয়ারের তোড়ে ভেসে যায় সেদিকে জোর দিতে হবে)।
ঘ) নিজেকে সুরঞ্জিত ভাবিয়া বড় গলায় (যদিও চোরের মায়ের বড় গলা হলেও চোরের বড় গলা হয় কিনা তা জানা যায়নি) সাম্প্রতিক ঘটনার একটি সৃজনশীল (চূড়ান্ত মিথ্যা) ব্যাখ্যা দাও(ব্যাখ্যাতে অবশ্যই বিরোধী দলের ষড়যন্ত্র এর কথা উল্লেখ করিতে হইবে)।
প্রশ্ন-২ঃ
ক) অবৈধ টাকা কাকে বলে?
খ) নিয়োগের টাকা ও অবৈধ টাকা এর মধ্যে পার্থক্য তুলে ধরুন (অবশ্যই সুরঞ্জিত এর মতো করিয়া। )।
গ) এপিএস এর গাড়িতে করে এতো রাতে টাকা নিয়ে যাবার মূল উদ্দেশ্য রেলওয়ে কর্মকর্তার দেশের প্রতি প্রবল দেশপ্রেম- ব্যাখ্যা করুন
এবং এপিএস ও রেলওয়ে কর্মকর্তাকে কিভাবে পুরষ্কৃত করা যায় সে বিষয়ে একটা প্রস্তাবনা রাষ্ট্রপতির নিকট পেশ করুন(রাষ্ট্রপতিকে অবশ্যই দলে আপনার প্রভাব সম্পর্কে অবহিত করুন। বয়সের কারণে উনি নাকি কিছুই মনে রাখিতে পারেন না । )।
ঘ) সাম্প্রতিক ঘটনাকে রাজনৈতিক খাতে প্রবাহিত করার জন্য নিজেকে সরকার দলীয় এর প্রধান ভাবিয়া একটি গ্রহনযোগ্য ব্যাখ্যা প্রদান করুন(অবশ্য আমাদের দেশের প্রধান্মন্ত্রীরা যাই বলেন তাই গ্রহণযোগ্য)। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।