যেমন ইচ্ছে লেখার আমার ভার্চুয়াল ডায়েরি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রেম তো কর্তালামনা। বিয়াডা তারাতারি কর্তারলে বউয়ের লগে প্রেম করতাম। আব্বা আম্মা হেডাও করতে দিতাছে না। বয়স বেশি হয়া গেলে বউরে যদি কোই, জান আহো এই চান্দনি রাইতে বাইরে বইয়া আকাশ দেখি............ বউ কইবে বুড়া বয়সে ভীমরতি ধরছে বুইরার!!!!! বউয়ের কাছে এই অপবাদ শুনতে চাই না। আব্বব্ববাগো বিয়া করাম।!!!!!!!! . . . . . . . . . . . . …এক্সকিউজ মি, এটা আমার কথা নয়,জইনক প্রেমহীন অবহেলিত বালকের মনোবেদনার বহিঃপ্রকাশ। আমি তা তুলে ধরেছি মাত্র। আমার মনে হল তার কথায় যুক্তি আছে। প্রাপ্তবয়স্ক হয়েছে বিয়ে তো দেওয়াই যায় নাকি!!!!!!?????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।