আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ম

আমি এমন কেউ না। খুব সাধারণ মানুষ। তোমার মত, তোমাদের মত। হাসি খুশি থাকি, আনন্দে থাকার চেষ্টা করি। মাঝে মাঝে হতাশ হয়, অভিমান করি।

ভাবি বেঁচে থেকে কি হবে। একসময় নিজের ভুল বুঝতে পারি। নিজের মাথার পিছনে আনমনে হাত রাখি। মুচকি হেসে ভাবি, এত ভালবাসা আমি কোথায় সামর্থ্যবান নয় যোগ্যতাসম্পন্ন হবার চেষ্টা করুন। *একটা ছোট বাচ্চা প্রতিদিন একটা পুতুলের দোকানে যেত।

তার সবচাইতে পছন্দের পুতুলটা নামিয়ে কিছুক্ষণ বুকে চেপে ধরে আবার তুলে রাখত। দোকানের মালিক দেখেও কিছু বলতনা। একদিন দোকানের কর্মী তাকে ধমক দিয়ে বের করে দিল। বাচ্চাটি মাথা নিচু করে বের হয়ে গেল কারণ তার কাছে টাকা ছিলনা পুতুলটা কিনার! তারপর থেকে প্রতিদিন বাইরে দাড়িয়ে দেখত পুতুলটা। আয়নায় নাক ঠেকায়ে।

একদিন এক বড় লোকের ছেলে এসে ঐ পুতুলটা কিনতে চাইল। কিন্তু দোকানের মালিক ফিরিয়ে দিল। আমাদের গল্পের ছেলেটি তখনো দাড়িয়ে বাইরে। মালিক তাকে ডেকে বলল, নাও! এইটা তোমার! ছেলেটি বলল, আমার কাছে টাকা নেই। -লাগবেনা।

moral:প্রকৃতির খুব মূল্যবান কিছু জিনিস আছে। যা একমাত্র তারাই পায় যারা সেই মূল্যবান জিনিসটার মূল্যায়ন করতে পারবে। সামর্থ্য থাকলে হয়না। যোগ্যতাও থাকতে হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।