আমাদের কথা খুঁজে নিন

   

ছেড়া জুতা

বাধ ভাঙ্গার শব্দ শুনি................... ধেত্তেরি! জুতাটা আবার ছিড়ে গেল, কিভাবে যাবো আর পথ খানি? পা টেনে টেনে হেটে মেয়েদের হাসির পাত্র হতে বড় যে লজ্জা লাগে! ছিড়ে গেল আমার মাস ছয়েক ব্যবহার করা শত ছিন্ন জুতা খানি। জুতা এক জোড়া এবার কিনতেই হবে, দুমড়ে মুচড়ে যাওয়া আমার জুতা জোড়া! অর্থাৎ এ মাসে “অতিরিক্ত” খরচ কমপক্ষে তিনশ টাকা!! এর মানে এ মাসে সকালের নাশতা খরচ বাদ, ফটোকপি? সে না হয় বন্ধুর টা দিয়ে চালিয়ে দিব, কিন্তু? আমার আদরের ছোট বোনটাকে যে কথা দিয়ে এসেছি!! এবার নিয়ে যাব তার প্রিয় ডোরেমন পেন্সিল বক্স?? কোথায় যে বসে জুতা সেলাই মামা??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।