কবিতা এখন অস্ত্রের অধিকার
১
ভালোবাসা কই,
এযে নরকের আহবান
নরকবাসী আমরা দুজন।
২
লাল মানে,
সমোগ্র দুনিয়া।
লাল বিনা,
শূন্য ধরা।
৩
ভলোবাসা মানে,
যুদ্ধ যুদ্ধ খেলা।
আমার প্রতি,
তোমার অবহেলা ।
৪
তোমায় আমি দিলাম,
একটি নীল পদ্ম
শুরু হলো অন্য কাব্য।
হে, স্বর্গবাসী ধন্য হও মৃত্তিকার স্পর্শে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।