আমাদের কথা খুঁজে নিন

   

ছেড়া ছেড়া কবিতা



ছেঁড়া ছেঁড়া কবিতা কদিন আগে নেত্রকোনা, বিরিশিরি গিয়েছিলাম। আমরা পাচজন শহুরে ছেলে । আর দূর্গাপুর এর ভয়ানক সুন্দর আবহাওয়া ,কালো মেঘ ,ক্ষণে ক্ষণে বিদ্যুত চমকানি ,চেপে ধরা নির্জন সন্ধ্যা ... ... শহুরে বাস্তবতার ঠেলায় পালিয়ে আসা মানুষদের জন্য অসাধারণ escapade .এমনি এক রাতে কয়েকটি লাইন মাথায় আসে এলোমেলো ভাবে । সেটাই তুলে দিলাম এখানে । ১ ওরা জাপটে ধরে অন্ধকার,নিঃশ্বাসে বজ্রের গন্ধ নিয়ে ওরা অপার্থিবতা হয়ে ওঠে।

সেই সাথে আমরা, আমরাও স্পর্শে শিহরিত হই মনের গহন খুলে দিয়ে, চূড়ান্তে দাঁড়িয়ে আমরা পেরিয়ে যাই পার্থিবতা। ২ এই আলো, এই মেঘ , এই বিদ্যুতচমক আর এই কালো, আকাশে অনেকটা হারিয়ে গেছি আমি অনেকটা ডুব দিয়ে অতলের জল অপার্থিবতা তুলে আনি মানবীর জন্য অনেকক্ষণ ধরে, অথবা ধরে নাও, অসংলগ্নতা মেঘের সারিদের আমাকে এক ঘোরের মধ্যে ফেলে দেয়। আর ওপার থেকে ছুটে আসা আলো আমাকে আরো মানব করে তোলে- আদিমতার আহবানে, বৃষ্টিতে ধুয়ে যায় মঞ্চের সব পাপ । ৩ তুমি যাই বলো, ঝড় আসবেই ফেরাবে না আর লড়তে লড়তে ক্লান্ত-পথিক বিদ্রোহী সন্তান আমার আর প্রোলেতারিয়েত মেঘ, ঝড় একটা আসবেই তোমাদের জন্য। যদি-তারপর-কারণ এসব শব্দ আটকাতে পারবে না ছুটে আসা সমূদ্র কে।

গন্ধ কি পাও না,ভেজা বাতাস আর দুসাহসী আগুনের তাপ? সূর্যের দিন ফিরবে না আর, সময় তুমি সাবধান হও, বজ্র আজ আমাদের হাতে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।