আমাদের কথা খুঁজে নিন

   

ছেড়া তারের শেষ খবর

"অপার্থিব অপূর্নতা শব্দটা আমার বিশেষ প্রিয়। আভিধানিক ভাবে কী অর্থ তা ঠিক জানা না থাকলেও আমি আমার মত একটা ব্যখ্যা বানিয়ে নিয়েছি বৈকি। অপার্থিব অনূভূতির ক্ষেত্রে আমার মন-এ হয় যে, আমরা সব সময় অপূর্নতা বয়ে বেড়াই।

বাংলাদেশের অনেকেই ইন্টারনেট স্পীডের সমস্যাতে ভুগছেন গত কয়েকদিন ধরে। তার কারন হিসাবে আমরা অনেকেই জানি যে, শুক্রবার আলেকজান্দ্রিয়া থেকে ১৮৬০ কিলোমিটার দূরে ইউরোপের দিকে ভূ মধ্যসাগরে এসইএ-এমই-ডব্লিওই-৪ কনসোর্টিয়ামের সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে যায়। আজ বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানিয়েছেন যে, বিচ্ছিন্ন হওয়া সাবমেরিন কেবলের মেরামত আগামী ২৬ ডিসেম্বর নাগাদ শেষ হতে পারে। বাংলাদেশের বেশির ভাগ ইন্টারনেট ট্রাফিক, যেগুলো সাবমেরিন কেবল দিয়ে যেত বা আসতো সেগুলো এখন ভি-স্যাট দিয়ে যাচ্ছে। আমি কয়েকটা সাইটের জন্য রাউটিং চেক করে দেখে শিওর হয়েছি সিংটেল হয়ে আমাদের ট্রাফিক যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।