আমাদের কথা খুঁজে নিন

   

ছেড়া দুই টাকা

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

বাংলাদেশে দুই টাকার নোটের বর্তমান হাল কি তা কমবেশি সবার জানা। সুবিধা হলো এটি নিয়ে বিড়ম্বনা কম, কারন একমাত্র ২ টাকার ছেড়া নোটই যে কেউ বিনা আপত্তিতে নিয়ে নেয়। অর্থাত ছেড়া ২ টাকা লেনদেন হচ্ছে অবাধে। কারো কোন আপত্তি নাই। আমার সমস্যা হলো টাকা না গুনে নেয়া এবং না দেখে নেয়া।

কেউ যদি ছেড়া বা টেপমারা টাকা দেয় তো আমি নিয়ে নেই। বাসায় ফিরে বা কাউকে দিলে সে যখন ছেড়া বা টেপ লাগানোর অপরাধে টাকা আমাকে ফেরত দেয় তখন হুশ হয়। এভাবে আমার কাছে অনেকগুলো ছেড়া ২ টাকার নোট জমে গিয়েছিল। আজকে বাইরে বের হবার সময় দেখি ব্যাগে খুচরো টাকা নেই। তাই ছেড়া টাকা থেকে বেছে বেছে কয়েকটি ২ টাকার নোট নিচ্ছিলাম।

এর মধ্যে একটি টাকা হাতে পেয়ে আমি অবাক। এটি ভয়ংকর রকমের ছেড়া। মনে হলো ব্লেন্ডারে দিয়ে এটিকে গুড়ো করা হয়েছে এবং সেই গুড়োকে আবার টেপ দিয়ে জোড়া লাগানো হয়েছে। দেখে যা মনে হলো টাকার দাম যদি ২ হয় তাহলে সাথে আরো ২ যোগ দিতে হবে টেপের দাম বাবদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।