আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের মাহেন্দ্রক্ষণে ১৯৭১ সালের ৪ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানী The Dawn পত্রিকার সংবাদ ধারাবাহিকভাবে

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ সঁমঁয়ঁ হঁয়েঁছেঁ বঁলাঁরঁ.... ইতিহাস বিকৃতির এই যুগে হয়তো বহু মুক্তিযুদ্ধের বই পড়েছেন। এইবার নিজের চোখে দেখুন সেইসব দিনগুলির চিত্র পত্রিকার পূর্ণ পাতায়। ৪ই ডিসেম্বর থেকে শুরু করে এখানে ১৬ই ডিসেম্বর পর্যন্ত Dawn পত্রিকার নিউজগুলো পোস্ট করলাম। খেয়াল করলাম ৩রা ডিসেম্বর আমাদেরকে সাহায্যে আসা ভারতীয় মিত্রবাহিনীর খবর খুবই সামান্য এসেছে ৪ই ডিসেম্বরের পাতায়। তবে ৫ই ডিসেম্বর থেকে ফলাও করে Dawn পত্রিকা প্রকাশ করা শুরু করে মিত্রবাহিনীর খবর আর ২য় প্রধান শিরোনাম করে “Indo-Pakistan War” নামে ।

পত্রিকাগুলোর নিউজগুলো পরলেই বুঝতে পারবেন, এই যৌথ আক্রমনের ফলে পাকিস্তানী হানাদারবাহিনী যখন কোনঠাসা হওয়া শুরু করে, তখন তারা পাবলিক সিম্প্যাথি পাওয়ার জন্য শুরু করে নতুন কূটচাল। মুক্তিযুদ্ধকে তারা নিজে যায় ধর্মযুদ্ধে (জিহাদে)। এতে তারা ফান্ড পাওয়া থেকে শুরু করে, আরও অন্যান্য বেনিফিট পাওয়াও শুরু করে। সে যা হোক, পাকিস্তানীদের সব কূটকৌশল ছিন্ন করে পলাশীতে ডুবে যাওয়া স্বাধীনতার সূর্য অবশেষে রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পুনরায় উদিত হয়, আর জন্ম হয় “বাংলাদেশ” নামক স্বাধীন দেশের। পত্রিকাগুলো পড়লে দেখতে পাবেন যুদ্ধের শেষের দিকে এসে রাশিয়া (USSR) কিভাবে পাকিস্তান-চীন বাহিনীকে শাসিয়েছে যুদ্ধের ক্ষয়ক্ষতির দায়ভার গ্রহণ করার জন্য? কিভাবে US এর কর্মকান্ডে ভেটো দিয়েছে?? রাশিয়ার প্রতি ক্ষুব্ধ হয়ে ১২ তারিখের পত্রিকায় দেখুন কিভাবে আর কোন ভাষায় পাকিস্তান খোলা চিঠি ছাপিয়েছে !! ৪ই ডিসেম্বরঃ বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ৫ই ডিসেম্বরঃ বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ৬ই ডিসেম্বরঃ বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ৭ই ডিসেম্বরঃ বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ৮ই ডিসেম্বরঃ বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ৯ই ডিসেম্বরঃ বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ১০ই ডিসেম্বরঃ বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ১১ই ডিসেম্বরঃ বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ১২ই ডিসেম্বরঃ বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ১৩ই ডিসেম্বরঃ বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ১৪ই ডিসেম্বরঃ বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ১৫ই ডিসেম্বরঃ বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ১৬ই ডিসেম্বরঃ বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন আর এই সেই ডকুমেন্ট যা জন্ম দিয়েছিলো বাংলাদেশের।

জগজিত সিং অরোরার সাথে পাকিস্তানী হানাদার বাহিনীর যুদ্ধ বিরতি প্রস্তাবঃ আজ আর না। বুঝতে পারছি পোস্ট অনেক বড় হয়ে গেছে। শুধু একটা কথাই বলবো সত্যের সাথে থাকুন, আর সবাই জানতে উৎসাহিত করুন। ভালো থাকবেন সবাই। (আপনাদের দেয়া মন্তব্যগুলো আমাকে এই ধরনের পোস্ট লিখতে আরও উৎসাহিত করবে।

আর আপনাদের আশানুরূপ মন্তব্য না পেলে এই ধরনের ঐতিহাসিক পোস্ট এখানেই শেষ ! কে চায়, যেচে কষ্ট করতে???) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.