আমি অন্যকিছু নই, আমি সবাই...। খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিলাম। অনেকদিন ধরে চারিপাশের সবার চরম্পন্থী ব্যাবহার দেখে আমি মোটামুটি হতাশ এবং বাক্যহারা। সবাই ২ ভাগে বিভক্তঃ ধার্মিক এবং অধার্মিক। এবং ২ গ্রুপ-ই নিজ নিজ অবস্থান থেকে সমান তালে অন্যের অনুভুতিতে আঘাত আনতে বদ্ধপরিকর।
পেপার, টেলিভিশন খুল্লে-ই সবার একই কথা, একই বক্তব্য। ফেসবুক ওপেন করলে-ও মানুষের বিচিত্র সব চরিত্র সামনে চলে আসছে। সবাই কেন যেন সাডেনলি অনেক চরম্পন্থী হয়ে গেছে। গতকাল নিজেকে ফেসবুক থেকে অব্যাহতি দিলাম। আর ভালো লাগে না পরিচিত মানুষের এইসব অপরিচিত ব্যাবহার দেখতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।