যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম। সবাই বৈশাখের অফার দিচ্ছে। আমিই বা বাদ যাবো কেন ? তাই ব্লগার চাচা চাচী খালা খালু ভাই বোনদের জন্য আমার বৈশাখী দুর্দান্ত অফার ! সবাই পোস্টে লাইক চায়। পোস্টে একটি লাইক পেয়ে ব্লগাররা যে পরিমান খুশি হন, তাকে দুই টাকার একটা চকচকে নোট দিলেও এত খুশি হবেন না। সেই উপলব্ধি থেকে এই মহা তুলকালাম অফার !! আপনি আমাকে ১টি লাইক দিলে বিনিময়ে আমি আপনাকে ৫টি লা্ইক দিবো। গ্যারান্টেড ! ( সামু মামা থ্যাঙ্কু, এই অফার দেওয়ার আগেই আপনি মাইনাচ অপশনটা তুলে দিয়েছেন। নইলে....)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।