স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন! সংগত কারনে এই ঘটনায় ড্রাইভারের কথা সত্য বলে মনে হচ্ছে। রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক গত সপ্তাহে রেলওয়েতে নিয়োগের ঘুষের ভাগ দিতে তাঁর নিরাপত্তা কর্মকর্তা সহ রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের সাথে রেলমন্ত্রীর বাসায় যাচ্ছিলেন। উপর লেভেলে কিভাবে ঘুষের আদান প্রদান হয় সে সম্পর্কে যাদের সামান্য ধারনা রয়েছে তাদের এটা বুঝতে মোটেও অসুবিধা হবার কথা নয়। ড্রাইভার এত গুলো টাকা একসাথে দেখে ঘাবড়ে গেছে তাই সে গাড়ি বি জি বি গেইটের মধ্যে ধুকিয়ে দিয়েছে। খুব সহজ হিসাব! কিন্তু এই ঘটনা কখনও প্রমান হবে না, কারণ এক দিকে সরকারের প্রভাবশালী মন্ত্রীসহ একাধিক ক্ষমতাশালী আমলা অন্য দিকে এক ছা পোষা ড্রাইভার।
দেখা যাবে ড্রাইভার কে পাগল আখ্যা দিয়ে পাগলা গারদে পাঠানো হয়েছে। বিরোধী দলের নেতারা এটা নিয়ে কিছুদিন মাঠ গরম করবেন, ভাব খানা এমন উনারা কখনো এ্সব করেননি। অবশ্য চুরি বড় বিদ্যা যদি না ধরা পড় – বলে বাংলায় একটা প্রবাদতো আছেই।
এত গুলো প্রভাবশালী লোক কে সামান্য এক ড্রাইভার ব্লাক্মেইল করবে এটা হাস্যকর! টাকা মারার ধান্দা থাকলে সে কখনই গাড়ী বি জি বি গেইট এ ঢুকাতো না; সে এত টাকা দেখে খাবড়ে গেছে, তাই এই কান্ড করে বসেছে। আচ্ছা, উনারা এত গুলো টাকা গাড়িতে নিয়ে এত রাতে মন্ত্রীর বাসায় কেন যাচ্ছিলেন? মন্ত্রীর বাসায় অফিসিয়াল কাজের জন্য যেতে কোন পাগলেও এত গুলো টাকা নিয়ে রাতের বেলা রাস্তায় ঘুরা ঘুরি করবে না।
আর মন্ত্রীর সম্মতি ছাড়া এতগুলো টাকা নিয়ে এপিএস তাঁর বাসায় যাওয়ার সাহস পারে এটা পাগলেও বিশ্বাস করবে না।
যাই হোক, আমরা আমজনতা; দুই একদিন এটা নিয়ে মুখরোচক আলোচনা করব, কিছুদিন পরে ভুলে যাব। আবার এই মন্ত্রী চিবিয়ে চিবিয়ে আমাদের নীতির বানী শুনাবেন, আমরা মন্ত্রমুগ্ধের মত শুনব, কিছু কিছু বেক্কল উনাদের কথায় এতটায় আপ্লুত হয়ে যাবে যে রাজপথে লাফাতে যেয়ে পুলিশের গুলি খেয়ে কুত্তার মত রাস্তায় মরে পড়ে থাকবে, আর আত্মতৃপ্তির ঢেকুর তুলে বলবে আহ! দেশের জন্য শহীদ (!) হলাম!! আমরা উনাদের কে ভোট দিয়ে বার বার ক্ষমতায় বসাব, উনারা আমাদের ভাগ্য বিধাতা হবেন – এভাবেই চলতে থাকবে!!! এই চক্র থেকে বেরোনো কোন উপায় নেই।
খুব সামান্য একজন মানুষ আমি, কিছুই করার নেই; শুধু এটুকু বলব - অন্তরের সবটুকু ঘৃণা এই সব ঘুষখোর মন্ত্রী-আমলাদের জন্য!
থু !!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।