আমাদের কথা খুঁজে নিন

   

প্রভাবশালী অর্থনীতিবিদদের তালিকায় ইউনূস

রোববার বিকেলে ইউনূস সেন্টারের কর্মকর্তা শারমিন ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এ তালিকায় অন্যদের মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগ্‌লিৎজ, মাইক্রোসফটের বিল গেটস, পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক টমাস ফ্রিডম্যান, গুগলের এরিক স্মিট, সাংবাদিক ম্যালকম গ্ল্যাডওয়েল, ইতিহাসবিদ নিয়েল ফার্গুসন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্যানসন, ডেল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল, শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানী হাওয়ার্ড গার্ডনার, অনলাইন উদ্যোক্তা ও উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস প্রমুখ রয়েছেন।
ব্যাবসন কলেজের অধ্যাপক টম ডেভেনপোর্ট ও হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক জেফরি ক্রোনিন এই তালিকা প্রস্তুত করেন।
গুগলে হিট, প্রাতিষ্ঠানিক কৃতিত্ব এবং গণমাধ্যমে তাদের নিয়ে আলোচনার ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়।
ডেভেনপোর্ট বলেন, ব্যবসা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে উদ্ভাবনী ভাবনা নিয়ে বিশ্বব্যাপী এখন সংকট চলছে।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে চিন্তার তফাৎ কমে এসেছে। সবাই এখন এই মন্দার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। এই চিন্তা থেকে নতুন ধারণা সৃষ্টির ক্ষেত্রে নতুন এই তালিকার অর্থনীতিবিদরা অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন।
ইউনুস সেন্টারের কর্মকর্তা শারমিন জানান, মুহাম্মদ ইউনূস সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও শীর্ষ ব্যবসায়ীদের সম্মিলিত অলাভজনক উদ্যোগ ‘দ্য বি টিমে’ যোগ দিয়েছেন।
ভবিষ্যতের নেতৃত্ব,  কর্তব্য  ও অনুপ্রেরণা- এই তিন বিষয়ের সমন্বয়ে দীর্ঘমেয়াদি মুনাফা অর্জন এবং এর সঙ্গে মানুষ ও পৃথিবীর কল্যাণের সমন্বয় সাধনের লক্ষ্য কাজ করবে বি টিম।

বি টিমে ইউএন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ক্যাথি কেলভিন, হাফিংটন পোস্টের প্রধান সম্পাদক আরিয়ানা হাফিংটন, সেলটেলের প্রতিষ্ঠাতা মো. ইব্রাহিম,  ইউনিলিভারের প্রধান নির্বাহী পল পোলম্যান, টাটা গ্রুপের সাবেক প্রধান রতন টাটাসহ বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.