আমাদের কথা খুঁজে নিন

   

সমকালীন ছড়া

প্রতি রাতে শোয়ার আগে অন্তত্য একটি ছড়া বিষেয় চিন্তা করি, তারপর ঘুমাই। বাঙালির দিনকাল ঘুম এলেও আগের মত স্বপ্নগুলো আসে না দুধে ভাতে স্মৃতিগুলো যখন তখন ভাসে না এখন মাথায় দুঃখ গাঁথা ভাবনাগুলো ভাবায় যা তা তাইতো এখন বাঙালিরা ভুল করেও হাসে না। দূর্নীতি হর হামেশাই হচ্ছে দেশে বলতে গেলে হরদম ভেঙে কানুন চলছে অকাম হেথায় সেথায় রমরম। ভাঙছে কানুন পলক মেরে ভাবছে যারা তুচ্ছ কার ভয়েতে যায়না কাটা ওই সকলের পুচ্ছ। কম ডট কম কে বলে এই দেশে কম কিছু নাই, কমে ভরা চারপাশ কমেই দেখা পাই।

জনতার ভিড়ে দেখি কম সৎ লোক, এই কম সৎদের কমই সুখ ভোগ। ক্রেতার মালামাল পরিমাণে কম, কম নিয়ে কমা কমি করি হরদম। কম পেয়ে কম খেয়ে আয়ু কমে যায়, কমে ভরা দেশ থেকে কম ঠেকা দায়। ভয় কম জয় কম কম ফলাফল, নিঃশ্বাসে বিশ্বাসে হতাশার ঢল। শুনি কম মানি কম গুনি কম কম, কমে কমে বেচেঁ রবে কম ডটকম।

আয়রে ছুটে আমজনতা লুট-হরিলুট যেমন করে চলছে দেশে চলছে থামাও এসব কীর্তি কলাপ বলছে ক’জন বলছে? এই হরিলুট ঝড় থামাতে কে বলতো লড়বে, স্বার্থ ছাড়া দেশটারে কে আবার সোনায় গড়বে? কে নেবে কন শর্তবিহীন দেশ বাঁচানো দায়-ভার? যে পাবে ওই আসনটারে রাবণ সেতো লঙ্কার। আমরা যারা তুচ্ছ অতি ভাবনাতে খাই ঘুরপাক উচিত কিছু বলতে গেলে ধমকে বলে সর-ভাগ। আয় ডাকি তাই আমজনতা আয়রে ছুটে আয় হটাও হটাও আজকে তাদের কান্দে স্বদেশ মা’য়। দাম বেড়েছে কার? দাম বেড়েছে নেতার পাতির দাম বেড়েছে আমলার দাম বেড়েছে বেঁচে থাকা হরেক রকম মামলার। আর বেড়েছে পণ্য সদাই ক্রয় করা ঝামলার দাম বাড়েনি গরিব দুঃখি খেটে খাওয়া কামলার।

সেপ্টেম্বর ২৪, ২০১১ইং ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।