আমাদের কথা খুঁজে নিন

   

সমকালীন যুক্তিবিদ্যা

বাঁচিতে চাহিনা এই নষ্ট ভুবনে...... নিম্নলিখিত যুক্তিগুলোর বৈধতা বিচারের গুরুভার যুক্তিবিদ্যার আদি গুরু অ্যারিস্টটল এবং বিশিষ্ট যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল-এর ওপর অর্পণ করছি : স জোঁক মানুষের রক্ত চোষে। নেতারাও মানুষের রক্ত চোষেন। অতএব, নেতারা হন জোক!! স পুলিশ জনগণের বন্ধু। চোর-ডাকাত পুলিশের বন্ধু। অতএব, চোর-ডাকাত জনগণের বন্ধু!! স যদি তুমি পাগল বা শিশু হও, তাহলে তুমি নিরপেক্ষ।

তুমি নিরপেক্ষ, অতএব, তুমি পাগল বা শিশু!! স যদি তুমি ঘুষ খাও, তাহলে তোমার ডায়রিয়া হবে। তোমার ডায়রিয়া হয়েছে, অতএব তুমি ঘুষ খেয়েছ!! স যদি তোমার হস্তাক্ষর কাকের ঠ্যাং সদৃশ হয়, তাহলে তুমি ডাক্তার হবে। তোমার হস্তাক্ষর কাকের ঠ্যাংসদৃশ নয়, অতএব, তুমি ডাক্তার হবে না!! স আধুনিক মেয়েরা গলায় ওড়না পরিধান করে। অতএব, আধুনিক নারীদের সব লজ্জা গলায় নিহিত!! স আপনি ‘পান’ খান না। কিন্তু আপনার নাম খয়ের খান।

অতএব, আপনাকে পান যে খেতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই!! স আপনি ‘রিংয়ে’ ঝুলছেন লম্বা হতে চান তাই। অতএব আপনি উচ্চতায় খাটো!! স আপনি ‘চা’ খাচ্ছেন। এরকম একটা মিথ্যা কথা বলতে পারলেন? ‘চা’ কি খাওয়ার জিনিস? সত্যটা হলো, আপনি চা পান করছেন!! স এক বাসায় ঢুকে সামনে এক সুন্দরী মেয়ে পেলেন। তাকে বললেন ভালোবাসা চাই, সুতরাং খেলেন এক থাপ্পড়। আপনার পেছনে আপনার বউকে দেখে সুন্দরীর ভুল ভাঙলো।

অতএব, আসলে আপনি ভালো বাসা খুঁজছিলেন, থাকার জন্য!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।