আমাদের কথা খুঁজে নিন

   

সমকালীন যাপিত জীবন

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি কতরাত মৃত্যুর কথা ভেবে ভেবে / ঘুম দিতে চেয়েছি রাতের ঘুমে । প্রতিবার চোখ খুলেছি দিনের আলোয় / স্বপ্নছাড়া চোখে । অক্সিজেনের বড়ই অভাব / বুক ভেরছি কার্বনশ্বাসে। প্রচন্ড তপ্ত দীর্ঘশ্বাসের হিসসস্ শব্দে / বারবার ঘুম ছুটে গেছে। যন্ত্রণা সয়ে গেছে । জ্বোনাকীর মতো আবছা জ্বলে আশার আলো / অন্ধকারে মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে।বেঁচে আছি স্বপ্ন দেখার কষ্ট নিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।