ভিসি প্রোভিসি'র পদত্যাগের দাবীতে বুয়েট কার্যত অচল এখন। আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষক সমিতির কয়েকজন সদস্যের (শিক্ষক সমিতির সহসভাপতি মাকসুদ হেলালী এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমেদ) রুমে গতকাল ছাত্রলীগের কয়েকজন তালা লাগিয়ে দেয়।
ঘটনাটা এখানেই শেষ হতে পারতো। কিন্তু মজার ব্যাপার হলো, যখন সংশ্লিষ্ট শিক্ষকেরা বুয়েটের নিরাপত্তা বাহিনীর উপস্হিতিতে তালা ভাঙ্গার উদ্যোগ নেয়। গার্ডদের বলা হলো, তালা ভাঙ্গার জন্য।
তখন গার্ডরা চাবি নিয়ে এসে তালা খুলে দিয়ে যায়।
পরে জানা গেছে, কিছু ছাত্রলীগের ছেলে গার্ডদের থেকে প্রধান ফটকের তালা খুলে নিয়ে শিক্ষকদের রুমে লাগিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের দায়িত্ব হলো ছাত্রশিক্ষক সকলের নিরাপত্তা বিধান করা। সেখানে এরা উল্ঠো ভুমিকা পালন করছে।
কয়েকজন শিক্ষক ফোনে হুমকী পেয়েছেন বলেও অভিযোগ করেছেন।
## ২য় ছবিটা প্রতিকী ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।