আমাদের কথা খুঁজে নিন

   

ড্রপ বক্স - পুরা ১৬ জিবি জায়গা ফ্রি!

ধুর ড্রপ বক্স এমন একটা ওয়েব সাইট, যেখানে আপনি আপনার ইচ্ছা মত ফাইল আপলোড করতে পারবেন। আবার নিয়মিত কষ্ট করে আপলোড করা লাগবে না। আপনার কম্পিউটারে একটি ফোল্ডারে রেখে দিলেই এটি আপলোড করে নিবে। সুতরাং এটাতে কখনই আপনার ডাটা হারাবার ভয় নাই। সুবিধা সমুহ: ১. অটো আপলোড হয়।

২. ইচ্ছামত ডাউনলোড করতে পারবেন। কোন ব্যন্ডওয়াইথ লিমিট নাই। ৩. ইচ্ছামত ফাইল শেয়ার বা লুকিয়ে রাখতে পারবেন। ৪. যেকোন খান থেকেই ডাউনলোড করতে পারবেন। ৫. কম্পিউটার থেকে ফাইল ডিলিট হয়ে গেলেও ভয় নাই।

অনলাইনে ব্যাকআপ থাকবে। আরও অনেক সুবিধা আছে। কিন্তু বিষয় হল, ওরা প্রথমেই আপনাকে ফ্রিতে ১৬ গিগাবাইট দিবে না। দিবে ২গিগাবাইট। এরপর আপনি যখন একজনকে রেফার করবেন, এবং সে একাউন্ট খুলে সফটওয়ার ডাউনলোড করে সফটওয়্যার দিয়ে লগইন করবে, তখনই আপনি পাবেন ২৫০ মেগাবাইট।

এভাবে পেতে পারেন ৮ গিগাবইট পর্যন্ত। কিন্তু এখন আবার চলছে আলাদা সময়। এখন আপনি যখনই কাউকে রেফার করবেন, তখন সে পাবে ৫০০মেগাবাইট, এবং আপনিও পাবেন ৫০০ মেগাবাইট। উইন-উইন ঘটনা। আর আপনি যদি কারও রেফারেল না হন, তাহলে আপনি ঐ ৫০০ মেগা হারাবেন।

এবার নিন লিংকড্রপবক্স এখানে আমার রেফারেল লিংক দেওয়া আছে, আপনি যদি এটা ব্যবহার করেই একাউন্ট করেন, তাহলে আপনি পাবেন ২গিগা + ৫০০ মেগা। আর আমি পাব আরও ৫০০ মেগা। আমার ৮জিবি আছে, কিন্তু চলছে না। তাই এই রেফারেল এর রিকোয়েষ্ট দিলাম। যেহেতু সুযোগ দিছে, ব্যবহার করতে অসুবিধা কি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.