আমাদের কথা খুঁজে নিন

   

হারাম খেলাধুলার জন্য স্টেডিয়াম নয়, চাই- দেশের প্রতিটি থানায় বিশালাকার জামে মসজিদ ও সুন্নতী মাদরাসা প্রতিষ্ঠা করার ঘোষণা

আমরা এদেশের মানুষ সকলেই জানি বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসেছে, ৯৭ ভাগ মুসলমানদের নিকট- ‘পবিত্র কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস হবে না’- এই ওয়াদা করার মাধ্যমে। এরপরও জাতি তাদের ওয়াদা খেলাফের মহড়া দফায় দফায় দেখতে পেয়েছেন। অতি সম্প্রতি গোটা জাতিকে ক্রিকেটের নামে যেভাবে খেল তামাশায় নামানোর অপচেষ্টা করা হয়েছে তা সকলেই বোধকরি জেনেছেন। অথচ আমরা জানি দ্বীন ইসলামে কঠোরভাবে খেলাধুলা করা নিষিদ্ধ তথা নাজায়িয। সপ্তাহ না পেরোতেই দেশের প্রধানমন্ত্রী খেল তামাশার চক্করে পড়ে ঘোষণা দিলেন, তিনি এদেশের প্রতিটি থানায় খেলাধুলা তথা খেলতামাশায় জাতিকে নিমজ্জিত করার জন্য জনগণের পয়সা দিয়ে বিশাল বিশাল স্টেডিয়াম করে দিবেন।

নাউযুবিল্লাহ! প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে এদেশের ৯৭ ভাগ মুসলমান ধিক্কার জানায়। কারণ এদেশের মুসলমানরা যাতে সুসভ্য নাগরিক হিসেবে অবদান রাখতে পারেন সেজন্য তাদের নিয়মিত দ্বীন ইসলাম চর্চা করা, শিক্ষা করার অবশ্যই জরুরত রয়েছে। সকলে যাতে নিয়মিত নামায পড়ে মুসল্লি মুত্তাকি হতে পারেন তারও প্রয়োজন অনস্বীকার্য। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর জন্য উচিত ছিলো- হারাম খেলাধুলার জন্য মাঠ বা স্টেডিয়াম বরাদ্দ নয়, বরং রাষ্ট্রধর্ম ইসলামের দেশের ৯৭ ভাগ মুসলমানদের জন্য দেশের প্রতিটি থানায় কম করে হলেও অন্তত একটি করে সুন্নতি মাদরাসা ও জামে মসজিদ প্রতিষ্ঠা করে দেয়ার এন্তেজাম করার ঘোষণা দেয়া। আমরা দেশবাসী অবিলম্বে প্রধানমন্ত্রী থেকে এ ঘোষণাই শুনতে চাই।

তাহলেই বুঝবো প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে ইসলাম এবং এদেশের মুসলমানদের প্রতি কতটা আন্তরিক ও দায়িত্বশীল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.