মুসলমানের জন্য ইসলামী রাজনীতি ব্যতীত অন্য রাজনীতি করা হারাম, হারাম এবং হারাম........................
ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র আজ নতুন কিছু নয়। যুগে যুগে শয়তান ও তার দোসররা মুসলমানদের কে আল্লাহ্র পথ থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য চেষ্টা চালিয়ে
গেছে, এখনও করছে। আর মুসলমান তাদের ফাঁদে পাঁ দিয়ে হারিয়েছে সঠিক পথ। এই যে মুসলমান আজকে পৃথিবীতে সবচে বেশী নির্যাতিত হচ্ছে এটা তার কর্মফল, কারণ মুসলমান
তার চলার পথ কোর’আন হাদীস ভুলে গেছে, ভুলে গেছে রাসূলের সেই বিদায় হজ্জ্বের জগৎ শ্রেষ্ঠ ভাষণ
“আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি, যত দিন তোমরা সেগুলো আঁকড়ে ধরে রাখবে, পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কিতাব ও তাঁর রাসুলের সুন্নাত।
হে লোকেরা! শয়তান এ ব্যাপারে নিরাশ হয়েছে, সে তোমাদের দেশে আর উপাসনা পাবে না। কিন্তু সাবধান! অনেক এমন বিষয়কে তোমরা ক্ষুদ্র বলে জ্ঞান করো, অথচ শয়তান তারই
মাধ্যমে তোমাদের সর্বনাশ করে ছাড়ে। সে বিষয়গুলো সম্পর্কে খুবই সাবধান থাকবে। "
আজকে আমরা আল্লাহ্র বাণী ভূলে গিয়ে শয়তানের আনূগত্য করছি, অথচ আল্লাহ্ পবিত্র কোরআনে এরশাদ করেছেন :-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ
" হে ঈমানদারগণ! আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসূলের আর আর তোমাদের উপর দায়িত্বশীলের। " আন্ নিসাঃ ৫৯
এখন আপনি যে নেতার আনুগত্য করছেন তিনি কি আল্লাহ্ এবং রাসূলের আনুগত্য করছেন ? তিনি যে রাজনৈতিক মতাদর্শের অনুসারী সেটা কি আল্লাহ্ ও রাসূল (সঃ) নির্দেশিত পথে?
হতে পারে তিনি হয়ত নামায, রোযা, হজ্জ্ব, যাকাত সবই আদায় করছেন কিন্তু ব্যাক্তিজীবনে ইসলাম মানবো আর রাজনৈতিক আদর্শ ও জীবনের অন্যান্য ক্ষেত্রে মানব সৃষ্ট মতবাদের
আনুসারী হব এমন ব্যাক্তিদের আল্লাহ্ হুসিয়ার করে দিয়ে বলেনঃ
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ ۚ فَمَا جَزَاءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
" তাহলে কি তোমরা কিতাবের একটি অংশের ওপর ঈমান আনছো এবং অন্য অংশের সাথে কুফরী করছো? তারপর তোমাদের মধ্য থেকে যারাই এমনটি করবে তাদের শাস্তি এ ছাড়া
আর কি হতে পারে যে, দুনিয়ার জীবনে লাঞ্ছিত ও পর্যুদস্ত হবে এবং আখেরাতে তাদেরকে কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেয়া হবে? তোমাদের কর্মকান্ড থেকে আল্লাহ বেখবর নন।
"
আল বাকারাহ, ৮৫
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
হে ঈমানদারগণ! তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন। আল বাকারাহ, ২০৮
إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ ۗ وَمَن يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
" ইসলাম আল্লাহর নিকট একমাত্র দ্বীন–জীবন বিধান। যাদেরকে কিতাব দেয়া হয়েছিল, তারা এ দ্বীন থেকে সরে গিয়ে যেসব বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে, সেগুলো অবলম্বনের
এছাড়া আর কোন কারণই ছিল না যে, প্রকৃত জ্ঞান এসে যাওয়ার পর তারা নিজেদের মধ্যে পরস্পরের ওপর বাড়াবাড়ি করার জন্য এমনটি করেছে। আর যে কেউ আল্লাহর হেদায়াতের
আনুগত্য করতে অস্বীকার করে, তার কাছ থেকে হিসেব নিতে আল্লাহর মোটেই দেরী হয় না। " আলে ইমরান, ১৯
যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন এবং জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে ফিরে আসুন আল্লাহ্ ও তার রাসুলের দিকে, আওয়াজ তুলুন শয়তানের দোসরদের
বিরদ্ধে, আল্লাহ্ আমাদের হেদায়াত দান করুন, কোর'আন বোঝার তওফিক দান করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।