আমাদের কথা খুঁজে নিন

   

ও বন্ধু তোকে মিস করছি ভীষন

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** ___________বন্ধুত্ব___________ Shopnomoy Prantor বন্ধুত্ব--- গোপন কথার অনেকখানি ভাগ। বন্ধুত্ব--- প্রান খোলা হাসির সাথে একটুখানি রাগ। বন্ধুত্ব--- অভিমান ও চরম পাগলামি বন্ধুত্ব--- চিরদিন থাকবে নতুন এবং দামি। বন্ধুত্ব--- স্কুলের ক্যান্টিনে বসে আড্ডা দেওয়া বন্ধুত্ব--- বন্ধুর সুখ-দুঃখ ভাগ করে নেওয়া। বন্ধুত্ব--- আকালভরা আলোর মাঝে একটুখানি বৃষ্টি বন্ধুত্ব--- নলের গুড়ের রসগোল্লার মতন মিষ্টি।

বন্ধুত্ব--- সকালবেলার ঘাসের উপর শিশিরের এক বেদনা বন্ধুত্ব--- মনের ভেতর বন্ধুর হঠাৎ আনাগোনা। বন্ধুত্ব--- হঠাৎ একদিন বন্ধুকে খুঁজে না পাওয়া বন্ধুত্ব--- পরমুহূ্র্তে ফিরে পেয়ে তাকে বুকে জড়িয়ে নেওয়া। বন্ধুত্ব--- জীবনের অনবদ্য, অপরিহায অংগ বন্ধুত্ব--- চিরদিন যেন থাকে আমার সাথে বন্ধুদের সংগ। ৷৷ দোস্ত তোদের অনেক মিস করি অনেক ভালবাসি ৷৷ Writer- Shaba-Daba Ding-Dong হুড খুলে রিক্সায় এখন আর ৫ জন চড়তে হয় না অনিচ্ছা সত্বেও তুমুল বৃষ্টিতে অনর্গল ভিজতে হয় না | রিফিল করেছি সেই কবে বেরসিক ব্যাল্যান্স এখন আর ফুরোয় না একান্ত গোপনীয় মেসেজ কেউ পড়ার ভয়ে ... লুকাতে হয় না সেলফোনটা | একজনের শার্ট গেঞ্জি আর একজন পরার মত কেউ নাই এখন গরম গরম ডালপুরীর সাথে চা খেতে খেতে আড্ডা দাওয়ার মত কেউ নাই এখন এই দিবস ঐ দিবস মনে রাখায় ছিল ঝামেলা কত, ওই দিন এ ঘুড়তে যাব , এখন এইসব বলার মত কেউ নাই প্রতিদিনটা এখন নিজের মনে হয় কারো কোন নেই অভিযোগ | সকাল সকাল ক্লিন শেভে কেউ এখন বলে না যে তুই নায়োক হয়ে গেলি খোঁচা খোঁচা দাঁড়িতে কারও আর নেই অনীহা | ইমেইল, এস.এম.এস.-এ নতুন নতুন শব্দ আসলে তোদের জিগ্গেস করতে পারিনা অনেক কিছুই পালটে গেছে ! তারপর ও বলি দোস্ত তোদের অনেক মিস করি অনেক ভালবাসি ৷ _________বন্ধু মানে_________ লিখেছেন-জাহেদুল আলম (জাহেদ) বন্ধু মানে এক কাপ চা, তিনজনে মিলে খাওয়া। বন্ধু মানে সিগারেটের, শেষ টানটি কেড়ে নেয়া।

বন্ধু মানে হাসতে হাসতে, হঠাত রেগে যাওয়া। বন্ধু মানে পেপসি কোলা'র্, শেষ চুমুকটি রেখে দেয়া। বন্ধু মানে একই রিক্সায়, চারজনের ঠাসাঠাসি বসা। বন্ধু মানে প্রেমে'ছ্যাঁকা খাইছি', শুনেও উচ্চস্বরে হাঁসা। বন্ধু মানে ক্লাশের মাঝে, লেকচার দিয়ে ফাঁকি।

পিছনে বসে প্রিয় শার্টটাই, ভীষন আঁকাআঁকি......। বন্ধু মানে কাধেঁর উপর, হাত লাগিয়ে হাঁটা। বন্ধু মানে অগোছরে, ষ্টিকার পিঠেঁ সাঁটা। এত কিছুর পরেও তাদের, আমরা করি মিস্.......। মজার কিছু ঘটে গেলে, সাথে সাথেই কল মোবাইলে, দোস্ত তুই থাকতি যদি ইসসসসস্!! উত্সর্গ- প্রিয় বন্ধূ 'মাহমুদ হাসান' কে।

সরাসরি নিচের ফেসবুক পেজ এ চলে যান ** O Bondhu Toke Miss Korchi Bhishon ( ও বন্ধু তোকে মিস করছি ভীষন )  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.