আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন দেশে এমএলএল সংক্রান্ত আইনসমূহ(১০.০৪.২০১২ তারিখে যায়যায়দিনে প্রকাশিত আমার লেখা)

আমি নিজের মাঝে খুজে পেতে চাই আমার আমাকে। যেতে চাই বহুদূর। ১৯৪৫ সালে কালিফর্নিয়াতে এম এল এম বা ডিরেক্টসেল পদ্ধতির প্রচলন শুরু হবার পরে তা ক্রমন্বয়ে সারা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রসার লাভ করে। বিশেষ করে ১৯৫৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে একটি বিলে বিপণনের মাধ্যম হিসেবে ফ্র্যাঞ্চাইজের পাশাপাশি এমএলএম সিস্টেম স্বীকৃতি লাভ করে। এরই ধারাবাহিকতায় সারাবিশ্বে এমএলএম দ্রুত প্রসার লাভ করে।

বর্তমানে যুক্তরাষ্টে ফেডারেল ট্রেড কমিশন অ্যাক্ট দ্বারা গঠিত ফেডারেল ট্রেড কমিশন এই এমএলএম বিষয় নিয়ন্ত্রণ করে থাকে। কানাডাতে এমএলএম পদ্ধতির প্রচলন আছে। এটি ডিরেক্ট সেলার অ্যাক্ট, ২০১০ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সাধারণত যদি কোন দেশের আইনে এমএলএমকে নিষিদ্ধ না করা হয়ে থাকে, তবে সেই দেশে এমএলএম পদ্ধতিতে বিপণন করা যায়। যেমন, চীনে এমএলএম বিপণন পদ্ধতি আইনদ্বারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

তবে বর্তমানে চীনারা ডিরেক্ট সেল রেগুলেশন দ্বারা এমএলএম পদ্ধতির প্রতি কিছুটা শিথিলতা প্রদর্শণ করেছে। এইক্ষেত্রে প্রসাধনী, স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যবর্ধক পণ্য, শরীরচর্চা সরঞ্জাম, রান্নাঘরের বাসনাদি এমএলএম বিপণনের আওতামুক্ত থাকবে বলে রেগুলেশনে উল্লেখ আছে। এবং এমএলএম কোম্পানিকে অবশ্যই বাণিজ্যি মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। এমএলএম বর্তমানে দক্ষিন-পূর্ব এশিয়াতে খুব জনপ্রিয়। মালয়েশিয়াতে বর্তমানে ৮০০র বেশি এমএলএম কোম্পানি আছে।

মালয়েশিয়াতে এটি ডাইরেক্ট সেলস অ্যাক্ট, ১৯৯৩ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং দেশেটির অর্থনীতিতে এই এমএলএম পদ্ধতি বেশ ভূমিকা রাখছে বলে বিশেষজ্ঞদের ধারণা। থাইল্যান্ডে এমএলএম নিয়ন্ত্রিত হয় ডিরেক্ট সেল এন্ড ডিরেক্ট মার্কেটিং অ্যাক্ট, ২০০২ দ্বারা। এই আইনে কোম্পানিকে বাণিজ্য মন্ত্রনালয় থেকে নিবন্ধিত হতে হয়। এই আইনে কোম্পানির সাথে ব্যক্তিগত কোন চুক্তি অবৈধ এবং কোম্পানি গ্রাহকদের কাছ থেকে কোন ফি নিতে পারবে না। আমাদের পাশের দেশ ভারতে এমএলএম বেশ প্রসার ঘটলেও এই পর্যন্ত কোন আইন প্রণীত হয় নি।

সেখানে এমএলএম অবৈধ কিনা, এই বিতর্ক প্রায়ই উত্থাপিত হয়। তবে Indian Direct Sales Association বেশ দক্ষতার সাথে এই ব্যবসা পরিচালিত করে আসছে। এবং শিঘ্রই ভারতে ডিরেক্ট সেল আইন প্রণিত হতে যাচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.