আমাদের কথা খুঁজে নিন

   

ইসরায়েল ‘যুদ্ধ ঘোষণা করেছে’: সিরিয়া

সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ হামলা সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী এবং ইসরায়েলের মধ্যকার সখ্যেরই বহিঃপ্রকাশ। সিরিয়া ঠিক সময়ে নিজেদের মতো করে ইসরায়েলের হামলার সমুচিত জবাব দেবে বলেও হুঁশিয়ার করে দেন মেকদাদ। রোববার ভোরের আলো ফোটার আগেই দামেস্কে ইসরায়েলের রকেট হামলায় আকাশে দেখা যায় আগুনের ঝলকানি। সেইসঙ্গে বিস্ফোরণের প্রকট শব্দও শোনা যায়। ঘটনাটিকে দামেস্কের উপকণ্ঠে জামরাইয়া সামরিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলের রকেট হামলা বলে অভিহিত করে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি।

এ হামলার মধ্য দিয়ে ইসরায়েলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদেরকে সহায়তা করছে বলেও অভিযোগ করা হয় খবরে। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়া টিভির এ খবর নিশ্চিত কিংবা অস্বীকার কোনোটিই করেনি। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, “আমরা এ সমস্ত খবরের ব্যাপারে আদৌ কোনো মন্তব্য করব না। ” তবে হিজবুল্লাহ বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে অস্ত্র হস্তান্তরের আলামত পেলে তাতে হামলা চালানোর হুমকি ইসরায়েল অনেক আগে থেকেই দিয়ে এসেছে। এ ব্যাপারে ইসরায়েলের এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা সিএনএন কে বলেছেন, “আমরা সবসময়ই এরকম অস্ত্র চালানের ওপর নজর রাখছি।

আর তা করার পন্থাও আমাদের জানা আছে। ” ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আইনপ্রণেতা শাউল মোফাজ দেশটির সামরিক বেতারে বলেন, “ইসরায়েল সিরিয়ার গৃহযুদ্ধে নাক গলাচ্ছে না। কিন্তু ইসরায়েলকে অবশ্যই লেবাননের জঙ্গিদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.