সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই
গাজায় ত্রান বাহি জাহাজে হামলা করে শান্তি কর্মীদের হত্যা করে যে পশু সুলভ আচরন করল তাতেউ নাকি তাদের কন দুঃখ প্রকাশ করার নেই । এটা কি কোনো মানুষের জাত বলতে পারে? উলটা তারা অভিযোগ করেছে কিছু মহল নাকি তাদের নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করছে জা কিনা সথিক নয় ।
এই জানোয়ার রা শুধু মানুষ হত্যা করেই শান্ত হইয় নি, আটক করেছে ফ্রিডম ফ্লটিলা জাহাজের সব শান্তি কর্মীদের । এই মানুষের পৃথীবিতে এই মানুষ রূপি জানোয়ার দের আর কত দিন সহ্য করতে হবে? সারা বিশ্ব আজকে এই ইসরায়েল র কাছে নত জানু। এরা কোনো আন্তর্জাতিক আইন মানেনা, জাতিসংঘ কে এরা অবজ্ঞা করে, অন্য দেশে গিয়ে খুন করে আসে, তার পর ও এই ইসরায়েলি জানোয়ার রা পার পেয়ে জায় ।
কোনো কিছুই হয় না তাদের । পৃথীবির দেশ গুলউ সামান্য উচ্চবাক্য করেই থেমে যায় । আর আমেরিকা? ইসরায়েল জেই অপকর্ম ই করুক না কান, তাদের নিঃসঙ্গের সাথি হিসেবে থেকে যায় । ক্যানো ?
হিটলার জখন ইহুদি নিধন শুরু করেছিল, তখন তিনি যদি কাজ তা শেষ করতে পারতেন, তাহলে এই জানোয়ার দের স্থান আমাদের পৃথীবিতে হত না । এই মর্মে আমি হিটলার কে পূর্ন সমর্থন জানাই ।
শুনেছি এই হামলার তদন্ত নাকি ইসরায়েলি রাই করবে ! এটা পূর্ন প্রতিয়মান যে বিশ্ব ইসরায়েল এর কাছে হার মেনেছে, কারন এতা সপ্নেও ভাবা উচিত হবে না যে ইসরায়েল তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেবে । আমরা শুধু এই জানোয়ার দের ধংস ই কামনা করতে পারি ।
পোস্ট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।