আমার ভাবনা, আমার প্রতিদিন... নিরপেক্ষতা কিভাবে নিরপেক্ষ থাকা যায় জনিনা মাথার উপরে তাকালেই আকাশ নক্ষত্র, পাখি, মেঘ নিজেকে সামলাতে চাই তবু শরীরের নগ্নতা দেখে ঘর আত্বার নগ্নতা দেখে বিবেক আমার চারপাশে হাজারো দেয়াল সুখ দুঃখের এই মায়াময় পৃথিবী সত্য কথার ভাঁজে ভাঁজে মিথ্যার আশ্রয় অর্থ অনর্থের ইচেছ মতো ব্যবহার এসবের মাঝে কেউ নিরপেক্ষ থাকে কি? বুঝিনা আত্মপক্ষ নিরপেক্ষ কিনা ভিজে বালিশে শুয়ে থাকি তবু নদীর চর, চরের মানুষের কাঁন্না শুনতে পাই পাহাড়ের বুকে আজও বাস করে সভ্য জগতে আদিম মানুষ কিভাবে নিরপেক্ষ থাকা যায়... এইসব মানুষের কষ্টকে উপেক্ষা করে। শহরের লোকারন্যে হারিয়ে গেলেও আমি নিরপেক্ষ থাকতে পারিনা সমাজ, সংসার, মানবতার মাঝে নিরপেক্ষ থাকার সঙ্গা বুঝিনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।