আমাদের কথা খুঁজে নিন

   

সাধারণ জ্ঞান

আমি সিনেমা দেখতে ভালবাসি জীবনটা একটা সিনেমার মতো বিসমিল্লাহির রহমানির রহিম সবাকে আবারো সালাম ও শুবেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি পোস্ট আজকে আপনাদের জন্য সাধারণ জ্ঞানের উপর আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি আসা করি ভাল লাগবে………… ***BCS ও অন্যান্য পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি): * ভারি পানির সংকেত- D2O । * আমরা যে চক দিয়ে লিখি তা হল – ক্যালসিয়াম কার্বনেট(CaCO3)বা চুনাপাথর । * চুনের পানি বা চুনের সংকেত- Ca(OH) । * কম্পিউটার সিস্টেমের প্রসেসরকে বলা হয়- ব্রেইন । * সবচেয়ে বড় ঘাস- বাঁশ ।

* একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে- পাঁচটি । * একটি রানী মৌমাছি ডিম পাড়ে- ১০০০ বার । * কার রক্ত বর্ণহীন- তেলাপোকার । * পেচা দিনে – চোখে দেখে না । * মৌমাছির পা- ৬টি ।

* মাকড়সার পা- ৮টি । * কেঁচো শ্বাস প্রশ্বাস চালায়- ত্বকের সাহায্যে । * পূর্ণবয়স্ক ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা- ৬লিটার । * টেলিফোন আবিস্কারক- আলেকজন্ডার গ্রাহাম বেল(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৮৭৬ ইং আবিস্কারকের জন্ম-১৮৪৭ ইং আবিস্কারকের মৃত্যু ১৯২২ইং । * বৈদ্যুতিক পাখা আবিস্কারক- এস.এস.হুইলার(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৮৮২ ইং আবিস্কারকের জন্ম-১৮৬০ ইং আবিস্কারকের মৃত্যু ১৯২৩ ইং ।

* মাইক্রোফোন আবিস্কারক- ইমাইল বার্লিনার(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৮৭৭ ইং আবিস্কারকের জন্ম-১৮৫১ ইং আবিস্কারকের মৃত্যু ১৯২৯ ইং । * রেফ্রিজারেটর আবিস্কারক- জ্যাকোব পারকিন্স(জাতীয়তা ইংলিশ)আবিস্কারের সাল- ১৮৩৪ ইং আবিস্কারকের জন্ম-১৭৬৬ ইং আবিস্কারকের মৃত্যু ১৮৪৯ ইং । চলবে……….. ***আন্তর্জাতিক বিষয়াবলি সাধারণ জ্ঞান: * OPEC এর সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া । * বিশ্বের শ্রেষ্ঠ পপ তারকা- মাইকেল জ্যাকসন । * মাদার তেরেসা কোন দেশে জন্ম গ্রহণ করেন- আলবেনিয়া(২৬তম বিসিএস) ।

* রাজীব গান্ধীর হত্যাকরী নারীর নাম- নলিনী । * বিশ্বের প্রথম মহিলা স্পিকার- ফাহমিদা মির্জা । * শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলার নাম- বার্থাভন সুটনার(অস্ট্রিয়া) । * মানবাধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরিত হয়- ১৯৪৮ সালে(২৪তম বিসিএস) । * হ্যারি পটার কি- সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই ।

* প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়- কাঠমান্ডুতে । * আধুনিক অলিম্পিকের জনক কে- ব্যরন পিয়ারে দ্য কুবাঁর্তা । * ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন- দিয়াগো ফোরলান,উরুগুয়ে । * ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট লাভ করেন- থমাস মুলার, জার্মানী । * ২০১৪ সালে ২০ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে- ব্রাজিলে ।

চলবে…………. ***বাংলাদেশ বিষয়াবলি সাধারণ জ্ঞান : * শহীদ মিনারের স্থাপতি- হামিদুর রহমান । * লালবাগ কেল্লা নির্মাণ করেন- মোহাম্মদ আজম শাহ । * ১০ তম ক্রিকেটের সবচেয়ে কম বয়সি অধিনায়ক- সাকিব আল হাসান,বাংলাদেশ । * ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়-২৬ জুন ২০০০ সালে(৩০তম বিসিএস) । * বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর- ৩টি(ঢাকা,চট্টগ্রাম,সিলেট) * মুজিব নগর কোথায় অবস্থিত- মেহেরপুরে ।

* বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নরের নাম- নাজনীন সুলতানা । * পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়- ১৫-১৯ মার্চ ২০১১ । * বাংলাদেশ প্রথম এশিয়ান গেমসে অংশ নেয়- ১৯৭৮ সালে । * বাংলাদেশে মোট জনসংখ্যার- ১.১৩% উপজাতি । * বাংলাদেশের উপজাতি বা আদিবাসী সংখ্যা- ২৭টি ।

* জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে- হুমায়ুন রশীদ চৌধুরী(২৭তম বিসিএস) । * শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা । * বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু- হার্ডিঞ্জ সেতু(এককভাবে)বঙ্গবন্ধু সেতু(বহুমুখী) । চলবে…… আজ এইটুকুতেই থাক........... ধন্যবাদ সবাইকে....... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.