প্রধানমন্ত্রী,মন্ত্রীও এম পিদের বেতন বাডিয়েছে সরকার। তারা কি অভাবি হয়ে পড়ছে বেতন না বাড়ালে তাদের সংসার চলছেনা। এমন কয়জন মন্ত্রী,এমপি আছেন যে,তাদের নিজস্ব ব্যাবসা-বাণিজ্য নেই! ব্যাবসা নেই,এমন এম পি হাতে গোনা কয়েক জন। বিরোধীদল সরকারের সব কাজের বিরোধিতা করলেও এ একটি কাজে কখনো বিরোধিতা করেনা। সাধারণ মানুষের কষ্ট তাদের চোখে পড়েনা।
অথচ রাজনীবিদরা বলেন আমরা সাধারণ জনগনের মুক্তির জন্য রাজনীতি করি। অতীতের সকল সরকারই রাজনীতিবিদদের অনেক বেশি সুযোগ-সুবিদা দিয়েছেন। দেশে বিদ্যুৎ,পানি নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের নাগালের বাহিরে। মশার জ্বালায় অতিষ্ঠ নগরীর মানুষ।
সেই দিকে সরকারের কোন খেয়াল নেই। সরকার ব্যস্ত কোন জায়গায় কিভাবে কার নাম পরিবর্তন করা যায়। জিয়ার নাম পরিবর্তনে সরকারের ১২শ কোটি লস হলেও সরকার তা করতে বদ্ধ পরিকর। বিরোধীদল জনগণের মুক্তিজন্য আন্দোলন না করে তাদের নিজের দলীয় ইস্যুতে আন্দোলন নিয়ে ব্যস্ত। তারা মানুষের কথা না বলে তাদেরকে বেশী খাইতে হচ্ছেনা,ভালোভাবে থাকতে দেয়া হচ্চেনা এসব নিয়ে আন্দোলনে মাঝে মাঝে মাঠে নামে।
সরকার তাদের পেটুয়া বাহিনী দিয়ে নিয়ন্ত্রন করার চেষ্টা করলে বিরোধীদল আবার ঘরে ঢুকে যায়। কয়েকদিন পর আবার শিয়ালের মত হুয়াক্কা-হুয়া আওয়াজ দেয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়না। এদিকে সরকারও শক্তিহীন বিরোধীদল নিয়ে ভালোই দেশ চালাচ্ছে!
শুনেছি সংসদে না জনগণের অধিকার নিয়ে এমপি-মন্ত্রীরা কথা কয়! সংসদে প্রতি মিনিটে মেলা টাকা ব্যয় হয়। কিন্তু সংসদে কার লাশ কোথায়,কে কার সাথে ঘুমায়, এসব নিয়ে কথা হয়।
কিন্তু সাধারণ মানুষের কি লাভ ?এ অবস্থা থেকে আমাদের স্বাধীন বাংলা বের হতে পারবে?
http://rtnn.net/details.php?id=22441&p=1&s=3
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।